পোল্লাডাঙ্গা প্রিমিয়ার লীগের অষ্টম আয়োজনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পোল্লাডাঙ্গায় শুক্রবার রাতে পোল্লাডাঙ্গা প্রিমিয়ার লীগের অষ্টম আয়োজনের উদ্বোধন করা হয়েছে। পোল্লাডাঙ্গা সমাজ সেবক সংঘ আয়োজিত প্রিমিয়ার লীগের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান। সংঘের সভাপতি আলহাজ্ব একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক,  চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা সাইফ জামান আনন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ আব্দুল হান্নান, নেতা ছাত্রলীগের সাবেক নেতা অহিদুজ্জামান অহিদ, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ।
পোল্লাডাঙ্গা ক্লাব মাঠে অনুষ্ঠিত এবারের প্রিমিয়ার লীগে মোট ১০ দল অংশ নিয়েছে। ১০ টি দলে অংশ নেয়া মোট ১১০ জন খেলোয়াড় সবাই পোল্লাডাঙ্গা গ্রামের। 

উদ্বোধনী খেলায় পোল্লাডাঙ্গা ইউনিক্স ২৮ রানে পোল্লাডাঙ্গা সোলজারকে পরাজিত করে। ম্যাচে ৫৬ রান করে ম্যান অব দি ম্যাচ হন পোল্লাডাঙ্গা ইউনিক্স’র মেহেদি।
পোল্লাডাঙ্গা প্রিমিয়ার লীগের উদ্বোধনী  অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক সমবেত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-১১-২০




from Chapainawabganjnews https://ift.tt/3k9iP0E

November 07, 2020 at 08:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top