সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণঅবস্থান
ধর্ম অবমাননার অভিযোগে সংখ্যালঘু এলাকায় আক্রমন বন্ধ, সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশনসহ মন্ত্রণালয় গঠনের দাবিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে গণ অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ এই গণ অবস্থান কর্মসুচির আয়োজন করে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি কলেজ মোড়স্থ মুজিব চত্বরে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সমবেশে বক্তব্য রাখেন,ঐক্য পরিষদের সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য কমল ত্রিবেদী, চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ প্রমুখ।
সমাবেশে বক্তারা দেশব্যাপী সংখ্যালঘুদের উপর চলা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানান।
নাচোল
আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। শ্রী সহাদেব বর্মন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রীমতি রঞ্জনা রানী ফুনসি, হরিজন সম্প্রদ্বয়ের সহ-সভাপতি সঞ্জয় দত্ত, জেলা সমাজকল্যাণ সম্পাদক শাকলা বাসকো, ক্ষুদ্র ণৃ-গোষ্ঠির জেলা সহ-সভাপতি স্বদেশ মাহাতো, যুগ্ন সম্পাদক রনি মাহাতো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদ কসবা ইউপি'র সভাপতি বেলাসুস হেমরম।
মানববন্ধনে দেশব্যাপী সংখ্যালঘুদের উপর চলা নির্যাতন বন্ধের দাবি জানিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে দ্রুত সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১১-২০
from Chapainawabganjnews https://ift.tt/2IdMzfE
November 07, 2020 at 08:44PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন