বাগদাদ, ১৫ নভেম্বর- ইরাকি বাহিনীর অভিযানে পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর দখল থেকে মুক্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। মঙ্গলবার ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাদ মান সংবাদ সম্মেলনে জানান, মার্কিন মদদে গত চার সপ্তাহের ইরাকি, কুর্দি ও শিয়া মিলিশিয়াদের অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে আইএস। তিনি বলেন, পূর্ব মসুলের এক-তৃতীয়াংশ আইএস-এর দখল থেকে মুক্ত হয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তর নগরী মসুলকে পূর্ব-পশ্চিমে ভাগ করেছে টাইগ্রিস নদী। নগরীর পূর্ব দিকের বিস্তার ত্রুলনামূলক বেশি। আর পুরাতন শহরটি অবস্থিত পশ্চিমে। সাদ মান জানান, দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের যুদ্ধ এখনও পর্যন্ত অন্তত ৯৫৫ জন সন্দেহভাজন আইএস সদস্য নিহত এবং ১০৮ জনকে আটক করা হয়েছে। তবে তিনি অন্যান্য ফ্রন্ট মিলিয়ে মোট কতজন আইএস সদস্য হতাহত হয়েছে, বা কতজন ইরাকি সেনা সদস্য হতাহত হয়েছেন, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি। জাতিসংঘ জানিয়েছে, মসুল অভিযানে এখন পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি মানুষ ঘরহারা হয়েছেন। অভিযান আরও তীব্র হলে লাখ লাখ মানুষ সেখান থেকে পালিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা মসুল নগরী দখল করে নেয়। এই নগরীতে এখনও প্রায় ১৫ লাখ মানুষ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ১৭ অক্টোবর ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আনুষ্ঠানিকভাবে মসুল পুনরুদ্ধার অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এরপর ইরাকি সেনা ও পুলিশ বাহিনী, শিয়া মিলিশিয়া এবং কুর্দি বাহিনী যৌথভাবে মসুল পুনরুদ্ধারের অভিযান শুরু করে। সূত্র: রয়টার্স। এফ/২১:৫৭/১৫নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2f12VXY
November 16, 2016 at 03:56AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৪
19 Nov 20160টিওয়াশিংটন, ১৯ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। ফেড...আরও পড়ুন »
কট্টরপন্থী সেশনসকে অ্যাটর্নি জেনারেল হওয়ার প্রস্তাব ট্রাম্পের
18 Nov 20160টিওয়াশিংটন, ১৮ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অ্যাটর্নি জেনারে...আরও পড়ুন »
হারের পর বাড়ি থেকে বের হতে পারছিলেন না হিলারি
17 Nov 20160টিওয়াশিংটন, ১৭ নভেম্বর- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হারের বাড়ি থেকে বের হতে প...আরও পড়ুন »
রাশিয়ার অর্থমন্ত্রীর বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ
15 Nov 20160টিমস্কো, ১৫ নভেম্বর- রাশিয়ার অর্থমন্ত্রী অ্যালেক্সেই উলিইউকায়েভ ২০ লাখ ডলার ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত ...আরও পড়ুন »
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আটকা পড়েছেন ২০০ রোহিঙ্গা, ৫ দিনে অন্তত ৬৯ জনকে হত্যা
15 Nov 20160টিরেঙ্গুন, ১৫ নভেম্বর- মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যের গ্রামগুলোতে গত পাঁচ দিনের হামলায় অন...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.