পটিয়ায় ছাত্রদলের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া : আহত-৫

পটিয়া প্রতিনিধি॥
তারেক রহমানের জন্মদিন পালনকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান জুয়েল ও একই কমিটির সহ-সভাপতি এনামুল হক এনামের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটে। তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করতে দলীয় কার্যালয় খুলে না দেওয়ায় এনাম গ্রুপের ছাত্রদল নেতারা দলীয় কার্যালয়ের কর্মচারী মোহাম্মদ করিমকে (৪০) পিটিয়ে জখম করেছে। রবিবার বিকেল ৪টায় এই ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা গাজী মোঃ মনিরসহ অনন্ত ৫জন। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আশপাশের দোকানপাট কিছুক্ষন বন্ধ ছিল। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। যে কোন মুহুর্তে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ শাহজাহান জুয়েল সম্প্রতি বিএনপি ও ছাত্রদলের একটি কমিটি ঘোষনা করেন। কয়েকদিন পরেই এনাম-ইদ্রিস যৌথভাবে বিএনপির পাল্টা কমিটি (ফেইসবুকে) ঘোষণা করেন। রবিবার ছিল তারেক রহমানের ৫২তম জন্মদিন। এই জন্মদিন পালন করতে এনাম গ্রুপের পটিয়া পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। কিন্তু গাজী শাহজাহান জুয়েলের নিয়ন্ত্রিত দলীয় কার্যালয় খুলে না দেওয়ায় এনাম গ্রুপের ছাত্রদল নেতারা দলীয় কার্যালয়ের নিচে প্রথমে কেক কেটে পরে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে জুয়েল-এনাম গ্রুপের ছাত্রদল নেতাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পটিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, তারেক রহমানের জন্মদিন পালনের নামে যারা দলীয় কার্যালয়ের কর্মচারী করিমকে পিটিয়েছে তা খুবই দুঃখজনক। করিম দলের দুঃসময়ে দলীয় কার্যালয় খুলেছেন। উপজেলা বিএনপির কোন কর্মসূচি ছিল না। তবে শুনেছি এনাম গ্রুপের গুটিকয়েক লোক করিমকে পিটিয়েছেন।
পটিয়া থানার উপ-পরিদর্শক কুতুব উদ্দিন বলেন, তারেক রহমানের জন্মদিনের কেক কাটা নিয়ে বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়



from আমাদের চট্টগ্রাম – NewsChittagong24.Com http://ift.tt/2fuevbU

November 20, 2016 at 09:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top