নিজস্ব প্রতিবেদক ● সরকারি কাজে বাঁধা দেয়া ও কর্মকর্তাদের হুমকির অভিযোগে মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে মেঘনা থানা পুলিশ।
পুলিশ জানায়, মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের করিমাবাদ গ্রামে ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ করে দেন মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। খবর পেয়ে গত ১৯ ডিসেম্বর ওই ব্রিজ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন আক্তার সুমী ও অন্যান্য কর্মকর্তারা।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সেখানে উপস্থিত হয়ে ইউওনওসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী অনিল সিংহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মেঘনা থানার ওসি এএসএম শামসুদ্দিন জানান, সরকারি কাজে বাঁধা ও কর্মকর্তা-কর্মচারীদের হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করা হয়েছে।
The post ইউওনওকে হুমকি দেয়ায় ভাইস চেয়ারম্যান গ্রেফতার appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2ib9biT
December 21, 2016 at 11:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন