মেক্সিকো, ২১ ডিসেম্বরঃ উত্সবের মরশুমে জোরদার কেনাকাটার আনন্দ সব ধুলোয় মিশে গেল মেক্সিকো শহরের থেকে ৪০ কিলোমিটার দুরে অবস্থিত তুতেপেক শহরের সবচেয়ে বড় বাজিবাজারে। বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে অন্তত ২৯ জনের এবং আহত কমপক্ষে ৭০ জন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশে থাকা বহু বাড়িঘর ও গাড়ী। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ ওই বাজারের প্রথমে একটি বাজির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পরপর সকল বাজির দোকানে আগুন লাগতে থাকে এবং এক বিভিশিখার রূপ ধারন করে। ঘন কালো ধোঁয়ায় সমস্ত এলাকা ঢেকে যায়। সামনেই বড়দিন ও নতুন বছর থাকায় বাজার ভর্তি লোক কেনাকাটায় ব্যাস্ত ছিলেন। আগুন ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ও সেনাবাহিনী পৌঁছয়। আগুন নিভতে প্রায় ৩ ঘন্টা সময় লেগেছিল। এরপর হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ করা হয়। বাজারটি প্রায় নিশ্চিহ্ণ হয়ে গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
from Uttarbanga Sambad http://ift.tt/2ifZD1O
December 21, 2016 at 11:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন