অধ্যাপকদের অবসরের বয়স বেড়ে ৬২, জানালেন মুখ্যমন্ত্রী

উত্তরঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ অধ্যাপকদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়স ৬২ বছর এবং শিক্ষক-অশিক্ষক কর্মীদের জন্য এক বিশেষ বিমা প্রকল্পের ঘোষণা করেন তিনি। পাশাপাশি, আরও একটি বিশ্ববিদ্যালয় গড়ার কথা জানান।

শিক্ষার মান আরও উন্নত করতে তিনি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে একটি বিশেষ কমিটি গড়ার নির্দেশ দেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, শিক্ষার কোনো অবসর হয় না। শিক্ষা কখনও বিক্রি হয় না। শিক্ষা নিয়ে রাজনীতি করা চলবে না।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, অধ্যাপকদের ১০ বছরে একবার দেশের মধ্যে এবং ২০ বছরে একবার বিদেশে ভ্রমণের জন্য এলটিসি দেওয়া হবে। উচ্চশিক্ষা ও গবেষণার জন্য মোট কর্মজীবনে ২৪ মাসের ছুটি বরাদ্দ করা হবে এবং বিমা প্রকল্প থেকে ক্ষতিগ্রস্তদের ৫ লক্ষ টাকা দেওয়া হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2iTq8Oz

January 07, 2017 at 08:21PM
07 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top