কলকাতা, ০৭ জানুয়ারি- রাজকন্যা কি কম পড়িতেছে? শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সমবেত শিক্ষক অধ্যাপকদের মনে কি গুপি গাইন বাঘা বাইন-এর এই সংলাপ উঁকি দিয়ে গেল মুখ্যন্ত্রীর ঘোষণায়? এদিন রাজ্য সরকার আয়োজিত শিক্ষক-অধ্যাপক সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একঝাঁক প্যাকেজ উপহার দিলেন শিক্ষকদের। সেই সঙ্গে জানালেন, পশ্চিমবঙ্গে ১৩টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৬টি বিশ্ববিদ্যালয়। কলকাতার শিক্ষার্থীদের কেন হার্ভার্ড যেতে হবে, এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি প্রবেশ করেন বিশ্বভারতী প্রসঙ্গে। এবং জানান, তাঁর ড্রিম প্রোজেক্ট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের কথা। মমতার বক্তব্য অনুযায়ী, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ধাঁচা হবে বিশ্বভারতীর মতোই। এবং এই বিশ্ববিদ্যালয় হবে শান্তিনিকেতনের কাছেই। মুখ্যমন্ত্রীর ভাষায় বিশ্বভারতী থেকে এক-দুই-তিন মিনিটের দূরত্বে। প্রস্তাবিত গীতবিতান সিটির মধ্যেই নাকি হতে চলেছে এই বিশ্ববিদ্যালয়। খুবই ভাল প্রস্তাব সন্দেহ নেই। কিন্তু ভুবনডাঙায় একটা থাকতে আর একটা বিশ্ববিদ্যালয় কেন? তাও আবার নতুনটা পুরনোটার ক্লোন? মমতা কি বিশ্বভারতীর ভগ্ননীড় দশা ঢাকতেই বিশ্ব বাংলা-র অবতারণা করলেন? নিন্দুকরা অবশ্য এর মধ্যেই কু গাইতে শুরু করেছেন। এমন ইস্যুতে কেউই নাম প্রকাশে আগ্রহী নন। তবু ফোন-টোন করে যে হাওয়া বোঝা গেল, তাতে মজা মন্দ নয়-গোছের মনোভাবই ব্যক্ত করলেন অধ্যাপককুল। বিশ্বভারতীর ক্লোন তৈরি হলে রাজ্যে রবীন্দ্র প্রভাব বাড়বে না কমবে, সেটা বড় কথা নয়, এতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি পুষ্ট হবেই এই সত্য দিদি জানেন। অথবা বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলা খুললে সেখানে রবীন্দ্রনাথ গজানোর সম্বাবনাও খুলে যেতে পারে। মুখ্যমন্ত্রীর মতে, বিশ্ব বাংলা হয়ে উঠতে পারে হার্ভার্ডের বিকল্প। এর উত্তরে নিন্দুকের বক্তব্য প্লেনভাড়া বেঁচে গেল। অন্যদিক থেকে বিচার করে বর্ষীয়ান এক শিক্ষাবিদের জিজ্ঞাসা বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলা, জায়গাও তিন মিনিটের দূরত্বে... গোলমাল হয়ে যাবে না তো? ইনডোর থেকে বেরনো তরুণ অধ্যাপকের উত্তর নেতাজি ভবন মেট্রো স্টেশন থাকতে কি নেতাজি স্টেশন হয়নি? কোন গোলমালটা ঘটেছে শুনি! পোড়খাওয়া এক্স-ওয়েবকুটা এক অধ্যাপকের বক্তব্য মোদী-চমকানোর বাজারে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীকে চোদ্দ হাত ভরে দিতেই এই স্কিম। নোট বাতিল, মশাই নোট বাতিল! বাদানুবাদে কি আরও খানিকটা কেঁপে উঠল ভুবনডাঙার শীতের হাওয়ায় কাঁপতে থাকা আমলকি-ডাল? কবিগুরু কি জানিলেন, তাঁরও কম্পিটিটর গোকুলে বাড়িতেছে?
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j29jOu
January 08, 2017 at 02:31AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন