মুম্বাই, ২৩ জানুয়ারি- মাস কয়েক আগেই প্রায় রাতারাতি বলিউড ছাড়তে হয়েছিল ফাওয়াদ খানকে। রইস-এর প্রচার থেকেও বাদ যেতে হয়েছে মাহিরা খানকে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে কি সরে দাঁড়াল বলিউড? ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যাই হোক না কেন, পাকিস্তানি অভিনেতারা, শিল্পীরা বার বার এদেশে এসেছেন, সমাদৃতও হয়েছেন। কিন্তু উরি হামলার পরে দেশে সীমান্তের ওপারের অভিনেতা-শিল্পীদের এদেশে কাজ করা নিয়ে প্রবল আপত্তি তোলে শিবসেনা-র মতো জাতীয়তাবাদী দলগুলি। অ্যায় দিল হ্যায় মুশকিল-এর মুক্তির আগে রীতিমতো ভিডিও প্রকাশ করে বিবৃতি দিতে হয় কর্ণ জোহরকে যে তিনি আর পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন না। শাহরুখ খানকেও শিবসেনা-প্রধান রাজ ঠাকরে-র সঙ্গে দেখা করে কথা দিতে হয় যে রইস-এর নায়িকা, পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান এদেশে কোনও রকম প্রচারে অংশ নেবেন না। বিরোধ-বিক্ষোভ এতটাই বাড়ে যে ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যতক্ষণ না দুদেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন এদেশে কাজ করতে পারবেন না পাকিস্তানের কোনও শিল্পী। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, আগামী মাসেই এদেশে আবারও আসছেন পাকিস্তানি অভিনেতারা। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, আদনান সিদ্দিকি ও সজল আলি আগামী মাসের গোড়ার দিকেই ভারতে আসছেন শ্রীদেবী-অভিনীত মম ছবির শ্যুটিংয়ের জন্য। এই ছবিতে শ্রীদেবীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন আদনান ও শ্রীদেবীর মেয়ের ভূমিকায় রয়েছেন সজল। ছবির শ্যুটিং মাস কয়েক আগেই শুরু হয়েছিল কিন্তু উরি-হামলার পরে ইমপা-র সিদ্ধান্ত অনুযায়ী ছবির কাজ মাঝপথে বন্ধ রেখে পাকিস্তানে ফিরে যেতে হয় ওই অভিনেতাদের। কিন্তু আগামী মাসের শুরুতে আবারও ভারতে এসে ছবির অসমাপ্ত কাজ শেষ করার কথা আদনান ও সজলের। এর জন্য নাকি তাঁদের ভিসাও মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। তবে কি ইমপা-র সিদ্ধান্তের বদল হল? সাদিক-সজলের পরে বলিউডে আবারও ফিরবেন ফাওয়াদ-মাহিরা? আর/১৭:১৪/২৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kjhSsq
January 24, 2017 at 12:48AM
23 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top