মুম্বাই, ০৫ জানুয়ারি- কর্ণ জোহর-সলমন খান প্রযোজিত ছবিতে অক্ষয় কুমার অভিনয় করবেন খবরটা প্রকাশিত হতেই বেজায় শোরগোল পড়ে যায়। এখন শোনা যাচ্ছে, ওই ছবির গল্প নিয়েই নাকি অজয় দেবগণ সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন। বলিউড বন্ধুত্বের নয়া নজির গড়ছে বলে যে উচ্ছ্বাসটা মঙ্গলবার ছিল, ঠিক একদিনের মধ্যেই সেটা মিইয়ে গেল! কর্ণ জোহর-সলমন খান প্রযোজিত ছবিতে অক্ষয় কুমার অভিনয় করবেন খবরটা প্রকাশিত হতেই বেজায় শোরগোল পড়ে যায়। এখন শোনা যাচ্ছে, ওই ছবির গল্প নিয়েই নাকি অজয় দেবগণ সিনেমা বানানোর পরিকল্পনা করেছিলেন। সারাগরহির যুদ্ধ নিয়ে পিরিয়ড ছবির পরিকল্পনা করেছেন সলমন, কর্ণ আর অক্ষয়। নির্দেশনার দায়িত্ব বর্তায় অনুরাগ সিংহের উপর। ১৮৯৭ সালের সারাগরহির যুদ্ধে ২১ জন শিখ সৈন্য গোটা আফগান বাহিনীকে আটকে দেয়। যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইশার সিংহ। সেই চরিত্রটাই অক্ষয়ের করার কথা। এখন শোনা যাচ্ছে, গত বছর জুলাই মাসেই নাকি অজয় দেবগণ এই ঘটনার প্রেক্ষিতে ছবি তৈরির কথা ভাবেন। টুইটারে তিনি সন্স অফ সর্দার লেখা একটি ছবি দিয়ে বিষয়টা পোস্ট করেন। বাদশাহোর পরেই নাকি অজয়ের ছবিটা করার কথা ছিল। তার মধ্যেই কর্ণ-সলমন-অক্ষয়ের এই ছবির ঘোষণা। তবে অজয় এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। এমনিতেও কর্ণের সঙ্গে অজয়ের সম্পর্ক ভাল নয়। কিছুদিন আগেই বক্স অফিসে অ্যায় দিল হ্যায় মুশকিল আর শিবায় মুখোমুখি হয়েছিল। যেখানে অজয়কে ভালমতোই নাস্তানাবুদ করেছেন কর্ণ। এ ছবির বিষয় নিয়ে নতুন করে কী গোল বাধে, সেটাই দেখার। আর/১৭:১৪/০৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iHrBF1
January 06, 2017 at 12:52AM
05 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top