লস অ্যাঞ্জেলস, ১৮ জানুয়ারি- যুক্তরাষ্ট্রের অভিনেত্রী লিন্ডসে লোহান (৩০) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে সব ছটি মুছে ফেলেন তিনি। এরপর সেখানে আরবি ভাষায় আলাইকুম সালাম লেখা দেখা যায়। এর অর্থ হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক। এর পর থেকে অনেকেই ধারণা করেন লোহান ইসলাম গ্রহণ করেছেন। গত ডিসেম্বর লোহান দুবাই সফর করেন। সেখানে তিনি নতুন জীবন শুরু করার প্রেরণা খুঁজতে যান। এর মধ্যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ছবি মুছে ফেলা হয়। এসব কিছুর পর ভক্তরা ভাবতে শুরু করেন হয়তো লোহান ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু অভিনেত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট কিছু জানানো হয়নি। এরপর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের বিতর্কিত এ তারকাকে ইসলাম ধর্মে স্বাগত জানান। এ ছাড়া ২০১৫ সালে পবিত্র কোরআন শরিফ হাতে লোহানকে দেখা যায়। এতে ইসলামের প্রতি তাঁর আগ্রহের প্রমাণ পাওয়া যায়। সর্বশেষ সিরিয়ার শরণার্থী শিশুদের দেখতে যান লোহান হিজাব পরে। যুক্তরাষ্ট্রের এ তারকা মাদক গ্রহণের জন্য বিতর্কিত। বর্তমানে ষষ্ঠবারের মতো মাদকাসক্ত থেকে পুনর্বাসনের মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো বলছে, লোহান ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এক নারী লেখেন, লিন্ডসে লোহান কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এটা সত্য হলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাঁকে সঠিক পথ দেখিয়েছেন। আর/১০:১৪/১৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2k4DB7a
January 19, 2017 at 06:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top