লস অ্যাঞ্জেলস, ১২ জানুয়ারি- সিনেমার ইতিহাসে এ পর্যন্ত মাত্র ২৭টি সিনেমা ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে। আর এই সিনেমাগুলো নির্মিত হয়েছে গত ২৫ বছরে। বিজনেস ইনসাইডার সম্প্রতি তালিকাটি নিয়ে একটি প্রতিবদেন প্রকাশ করে। ২৭। দ্য ডার্ক নাইট (২০০৮) মোট আয়: ১০০ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার ২৬। দ্য হবিট: এন আনএক্সপেকটেড জার্নি (২০১২) মোট আয়: ১০২ কোটি ১১ লাখ ডলার ২৫। জুটোপিয়া (২০১৬) মোট আয়: ১০২ কোটি ৩৮ লাখ ডলার ২৪। অ্যালিস ইন দ্য ওয়ান্ডার ল্যান্ড (২০১০) মোট আয়: ১০২ কোটি ৫৫ লাখ ডলার ২৩। স্টার ওয়ারস: এপিসোড ১- দ্য ফ্যান্টম মিনেক (১৯৯৯) মোট আয়: ১০২ কোটি ২৭ লাখ ডলার ২২। ফাইন্ডিং ডোরি (২০১৬) মোট আয়: ১০২ কোটি ৭৯ লাখ ডলার ২১। জুরাসিক পার্ক (১৯৯৩) মোট আয়: ১০২ কোটি ৯২ লাখ ডলার ২০। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস (২০১১) মোট আয়: ১০৪ কোটি ৫৭ লাখ ডলার ১৯। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট (২০০৬) মোট আয়: ১০৬ কোটি ৬২ লাখ ডলার ১৮। টয় স্টোরি ৩ (২০১০) মোট আয়: ১০৬ কোটি ৬৭ লাখ ডলারৎ ১৭। দ্য ডার্ক নাইট রাইজেস (২০১২) মোট আয়: ১০৮ কোটি ৪৯ লাখ ডলার ১৬। টান্সফরমারস: এজ অফ এক্সটিঙ্কশন (২০১৪) মোট আয়: ১১০ কোটি ৪০ লাখ ডলার ১৫। স্কাই ফল (২০১২) মোট আয়: ১১০ কোটি ৮৬ লাখ ডলার ১৪। লর্ড অফ দ্য রিংস: দ্য রিটার্ন অফ দ্য কিং (২০০৩) মোট আয়: ১১১ কোটি ৯৯ লাখ ডলার ১৩। ট্রন্সফরমারস: ডার্ক সাইড অফ দ্য মুন (২০১১) মোট আয়: ১১২ কোটি ৩৮ লাখ ডলার ১২। ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬) মোট আয়: ১১৫ কোটি ৩৩ লাখ ডলার ১১। মিনিয়নস (২০১৫) মোট আয়: ১১৫ কোটি ৯৪ লাখ ডলার ১০। আয়রন ম্যান ৩ (২০১৩) মোট আয় ১২১ কোটি ৪৮ লাখ ডলার ৯। ফ্রোজেন (২০১৩) মোট আয়: ১২৭ কোটি ৬৫ লাখ ডলার ৮। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পার্ট টু (২০১১) মোট আয়: ১৩৪ কোটি ১৫ লাখ ডলার ৭। অ্যাভেঞ্জারস: এজ অফ আলট্রন (২০১৫) মোট আয়: ১৪০ কোটি ৫৪ লাখ ডলার ৬। ফিউরিয়াস ৭ (২০১৫) মোট আয়: ১৫১ কোটি ৬০ লাখ ডলার ৫। মার্ভেলস দ্য অ্যাভেঞ্জারস (২০১২) মোট আয়: ১৫২ কোটি ৮৮ লাখ ডলার ৪। জুরাসিক ওয়ার্ল্ড (২০১৫) মোট আয়: ১৬৭ কোটি ৪ লাখ ডলার ৩। স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেনস (২০১৫) মোট আয়: ২০৬ কোটি ৮২ লাখ ডলার ২। টাইটানিক (১৯৯৭) মোট আয়: ২১৮ কোটি ৬৮ লাখ ডলার ১। অ্যাভাটার (২০০৯) মোট আয়: ২৭৮ কোটি ৮০ লাখ ডলার আর/১৭:১৪/১২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ijIx2A
January 13, 2017 at 12:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন