‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন

ময়নামতি নয়, ‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মহানগর ঐক্য সংহতি পরিষদ। বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। আরও বক্তব্য রাখেস, সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি শফিকুজ্জামান মজুমদার, সদস্য সচিব ইসমাইল হোসেন মজুমদার, সংগঠনের মহানগর সদস্য সচিব মো. আবুল বাসার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব জিলানী, আমান উল্লাহ আমান, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি মনিরুল হক বলেন, কুমিল্লাকে পিছিয়ে রাখার ষড়যন্ত্র আজও অব্যাহত রয়েছে। ‘ময়নামতি’ নামে বিভাগ করার ঘোষণা কুমিল্লার ইতিহাস-ঐতিহ্যকে মুছে ফেলার নামান্তর। তাই এ বিভাগের নাম ‘কুমিল্লা’ না হলে লাখো জনগণ তা মেনে নেবে না। জনতার দাবি নিয়ে মাঠে নেমে পুলিশের বাধার মুখে পড়েছি।

সমাবেশে তিনি কুমিল্লাকে বিকল্প রাজধানী করতে ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণ, কুমিল্লাকে মহানগরে রূপান্তর, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেন নির্মাণ এবং কুমিল্লা বিমান বন্দর চালুর জন্য দাবি জানান। কর্মসূচির শুরুতে পুলিশের বাধার মুখেও মানববন্ধন-সমাবেশে হাজারো জনতা অংশগ্রহণ করে। পরে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কান্দিরপাড় থেকে বর্ণাঢ্য পদযাত্রা নগরীর টমছম ব্রিজ এলাকায় এসে শেষ হয়।



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lP8mNI

February 25, 2017 at 10:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top