মুম্বাই, ০১ ফেব্রুয়ারি- ২০১৭ সালের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাচ্ছে সিনেমাটি। বর্তমানে চলছে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ। এরই মধ্যে সিনেমাটির প্রদর্শন স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। আর এ থেকে মুক্তির আগেই ৫০০ কোটি রুপি আয় করেছে বাহুবলি-দ্য কনক্লুশন। ২০১৫ সালে মুক্তি পেয়েছে বাহুবলি-দ্য বিগিনিং। সিনেমাটির সিক্যুয়েল বাহুবলি-দ্য কনক্লুশন। তেলেগু, তামিল এবং হিন্দি এই তিন ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেয়া হবে। সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব কিনেছেন জনপ্রিয় নির্মাতা করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। এর জন্য তিনি রেকর্ড সংখ্যক অর্থ প্রদান করেছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। ভারতীয় ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি টুইটে জানিয়েছেন, সিনেমাটির হিন্দি সংস্করণের স্বত্ব ১২০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। এর আগে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমাটি মুক্তির পর প্রথম ভারতীয় দক্ষিণী ডাবিং সিনেমা হিসেবে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছিল। এছাড়া বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি তেলেগু স্বত্ব বিক্রি হয়েছে ১৩০ কোটি রুপি মূল্যে। ৪৭ কোটি রুপি দিয়ে সিনেমাটির তামিল স্বত্ব বিক্রি হয়েছে। যা কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সিনেমা বাদে যেকোনো সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। এছাড়া কেরালায় ১০ কোটি রুপি, কর্ণাটকে ৪৫ কোটি রুপি এবং ভারতের বাইরে উত্তর আমেরিকায় ৪৫ কোটি রুপিতে সিনেমাটির স্বত্ব বিক্রি হয়েছে। আরো জানা গেছে, বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটির হিন্দি ভাষায় স্যাটেলাইট স্বত্ব ৫১ কোটি রুপি মূল্যে কিনে নিয়েছে সনি টিভি নেটওয়ার্ক। যা কোনো ডাবিংকৃত সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ এবং কোনো আঞ্চলিক সিনেমার জন্য সনি কর্তৃপক্ষ এ পরিমাণ অর্থ প্রদান করছে। এছাড়া এটি কোনো হিন্দি সিনেমার চেয়েও নাকি বেশি। এর আগে বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছিল ৪৫ কোটি রুপিতে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বেশি থাকায় এবার মূল্য বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। তেলেগু সংস্করণের সিনেমাটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৬ কোটি রুপিতে। তামিল এবং মালায়ালাম সংস্করণের স্যাটেলাইট স্বত্ব কত মূল্যে বিক্রি হয়েছে তা এখনো জানা যায়নি। তবে সিনেমাটির তামিল, মালায়ালাম ও যুক্তরাষ্ট্রের সংস্করণের স্যাটেলাইট স্বত্ব এবং গানের অডিও স্বত্ব বিক্রি সব মিলিয়ে মুক্তির আগেই সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে জানানো হয়েছে। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণা প্রমুখ। আর/১০:১৪/০১ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jCniKe
February 02, 2017 at 12:43AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top