কলকাতা, ২৩ মার্চ- নন্দনে মুক্তি পেল কৌশিক গাঙ্গুলীর বিসর্জন ছবির গান। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রয়াত সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তিনি নেই। স্বাভাবিকভাবেই মিউজিক প্রকাশের অনুষ্ঠানে ছিল বিষাদের সুর। তবে আর পাঁচটা ছবির গানের মতো ঘটা করে সিডি প্রকাশ না করে খুব সাদামাটাভাবে ইউটিউবে প্রকাশ করা হলো বিসর্জনের গান। কালিকাবাবুর দলের (দোহার) পক্ষ থেকে গানের অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী ও আবীর চট্টোপাধ্যায়। নায়িকা জয়া এহসান এবং নচিকেতা চক্রবর্তীরও অনুষ্ঠানে আসার কথা ছিল। তবে, তাঁরা আসতে পারেননি। কৌশিক গাঙ্গুলী বলেন, কালিকার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। তাঁকে স্মরণ করা ছিল আমাদের লক্ষ্য। গানের মাধ্যমে বেঁচে থাকুক কালিকাপ্রসাদ। প্রায় একই সুর শোনা যায় ছবির নায়ক অবীর চট্টাোপাধ্যায়ের গলায়। বলেন, আমাদের সকলের মন খারাপ। আজকের অনুষ্ঠানে যাঁর থাকার কথা তিনিই নেই আমাদের মধ্যে। তবে তিনি গানের মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে বেঁচে থাকবেন। এই ছবির গানগুলি গেয়েছেন দোহারের একাধিক শিল্পী। প্রথমবার এই ছবির জন্য একটি লোকসঙ্গীত গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। নচিকেতাকে দিয়ে গাওয়ানোর আইডিয়া ছিল কালিকাপ্রসাদের। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবিটি প্রেমকাহিনী। গল্পের কেন্দ্রীয় চরিত্র পদ্মা একজন অল্প বয়স্ক হিন্দু মহিলা। বাংলাদেশে বাড়ি। স্বামীর মৃত্যুর পর পঙ্গু শ্বশুরকে একা হাতে দেখভালের দায়িত্ব পড়ে পদ্মার ওপর। এভাবেই চলছিল। কিন্তু, গল্পটি মোড় নেয় একটি ঘটনাকে ঘিরে। নদীর ধারে আহত নাসিরকে (আবীর চট্টোপাধ্যায়) দেখতে পায় পদ্মা। তাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু, ভারতের বাসিন্দা নাসির এক মুসলিম পরিবারের ছেলেকে হিন্দু বিধবা বাড়িতে ঠাঁই দিয়েছে- একথা জানাজানি হলে, সত্যিই রক্ষা থাকবে না। গল্পের শুরু আসে এখানেই। এদিকে ওই দুজনে বাঁচতে চায় নতুন করে। নাসির কি পদ্মাকে ভারতে নিয়ে যেতে পারবে? নাকি ছেড়ে চলে যাবে? কাহিনীর শেষে আছে তার উত্তর। ছবিটি মুক্তি পাচ্ছে ১৪ এপ্রিল। আর/১৭:১৪/২৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mUdMDI
March 24, 2017 at 12:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন