মুম্বাই, ০১ মার্চ- সাফল্যে ঘেরা ক্যারিয়ার তার। যদিও বেশ কিছু বিতর্কের কারণে গতবছর তিনি ছিলেন শিরোনামে। তবুও অভিনয়ের দিক থেকে সেরা রাধিকা আপ্তে। অক্ষয় কুমারের প্যাডম্যান ছবির নায়িকা তিনি, একথা অনেক আগে থেকেই প্রচার পেয়েছে। এবার এলো নতুন খবর। অক্ষয়ের বিপরীতে আরেক ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন রাধিকা। রাধিকার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয়ের সঙ্গে যে ছবিতে অভিনয় করবেন এই নায়িকা, সেই ছবির চিত্রনাট্যের কাজ চলছে এখনও। সবকিছু সম্পন্ন হলেই ছবির প্রযোজক ছবির শুটিংয়ের ঘোষণা দেবেন বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে। ওদিকে বাস্তব জীবনের কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে রাধিকা-অক্ষয়ের প্যাডম্যান। সিনেমায় অরুণাচলম মুরুগানাথম নামক এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। এখানে দেখানো হবে এমন এক স্বামীর গল্প যিনি মেয়েলি স্বাস্থ্যজনিত কারণে নিজের স্ত্রীর মৃত্যুর পর পুরো এলাকার নারীদের মাঝে স্বল্পমূল্যে তৈরি করা স্যানিটারি প্যাড বিতরণ করে বেড়ান। দুর্দান্ত এই গল্পের উপর ভিত্তি করে তৈরি করা সিনেমায় আরও আছেন সোনম কাপুর। সূত্র- ডেকান ক্রনিকলস এফ/২১:২২/০১মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mFlhzN
March 02, 2017 at 04:18AM
01 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top