মুম্বাই, ১১ মার্চ- বলিউডে তিনি মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত। যদিও নিজেকে মিস্টার প্যাশনেট বলতেই বেশি ভালবাসেন তিনি। অভিনয়ের জন্য নিজের লুক বদলানো থেকে শুরু করে, শারীরিক অদলবদল, নতুন নতুন ভাষা শেখা সবটাতেই সাবলীল আমির খান। সিনেমা থেকে রিয়্যালিটি শো বা বিজ্ঞাপন যে কোনও ক্ষেত্রেই অভিনয়ের জন্য নিজেকে বারবার ভাঙাগড়ায় সিদ্ধহস্ত তিনি। নতুন বিজ্ঞাপন নয়ি সোচ-এও এক্কেবারে ভোল বদলে নয়া অবতারে ধরা দিয়েছেন আমির। মাথায় পাগড়ি, মুখে চৌখস পঞ্জাবি উচ্চারণ এবং অবশ্যই অভিনব আইডিয়া। নয়ি সোচ-এ নারী স্বাধীনতা নিয়ে নতুন ভাবনারই জন্ম দিয়েছেন আমির। ইতোমধ্যেই বিজ্ঞাপনটি ভারতে বেশ সাড়া ফেলেছে।জানা যাচ্ছে, নতুন এই বিজ্ঞাপনের জন্য নাকি ১০০ কোটি টাকা নিয়েছেন আমির খান! তবে শোনা যাচ্ছে শুধুমাত্র এই বিজ্ঞাপনে মুখ দেখানোই নয়, নয়ি সোচ-এর মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করা থেকে শুরু করে প্রচারের ধরন সবটাই ঠিক করেছেন খোদ নায়ক। আর এই সবটা মিলিয়েই ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।মিড ডে। এফ/২১:৪০/১১মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mMM4MX
March 12, 2017 at 03:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top