মুম্বাই, ০১ এপ্রিল- এক সময় জুটি বেঁধে অনেক ছবিতে কাজ করেছেন। একজন ছিলেন গ্ল্যামার গার্ল, অন্যজন অ্যাংরি ইয়ংম্যান। দুজনেই পেরিয়ে এসেছেন অনেকটা পথ। পরিণত বয়সে এসে একসঙ্গে কর্তাগিন্নির অভিনয়ও করেছেন। একজন হেমা মালিনী, অন্যজন অমিতাভ বচ্চন। আজও ওঁদের বন্ধুত্ব অটুট। তাই হেমার ছবির ট্রেলার উদ্বোধনে হাজির হয়ে যান অমিতাভ বচ্চন। রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়াকে নিয়ে তৈরি ছবিএক থি রানি অ্যায়সি ভি। ছবিতে রাজমাতার ভূমিকায় হেমা মালিনী। তখনও হেমা বিজেপির সাংসদ হননি। ছবিটি তৈরি হয়ে গিয়েছিল ২০০৮ সালেই। কিন্তু নানা কারণে তখন মুক্তি পায়নি। ৯ বছর পর আবার ছবিটি পর্দায় আসতে চলেছে। বিজেপির টিকিটে দীর্ঘদিন লোকসভার সাংসদ ছিলেন বিজয়রাজে। অন্যদিকে ছেলে মাধবরাও সিন্ধিয়া জিতে আসতেন কংগ্রেসের টিকিটে। গোয়ালিয়রের এই রাজ পরিবারের পরতে পরতে জড়িয়ে আছে নানা কাহিনী। সেসব নিয়েই আত্মজীবনী লিখেছিলেন রাজপথ সে লোকপথ পর। সেই আত্মজীবনী থেকেই সিনেমা বানিয়েছিলেন গুলবাহার সিং। ছবিতে হেমা যেমন আছেন, তেমনই আছেন বিনোদ খান্না। হেমার সঙ্গে যেমন চমৎকার সম্পর্ক, তেমনই গোয়ালিয়রের এই পরিবারের সঙ্গেও বিশেষ ঘনিষ্ঠতা ছিল বিগ বির। সেই সম্পর্কের মর্যাদা দিতেই এক ডাকে হাজির হয়ে যান। ছবিটি এপ্রিলেই মুক্তি পাচ্ছে। সূত্র: আজকাল আর/১২:১৪/ ০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oqlyYf
April 01, 2017 at 06:45AM
01 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top