জলপাইগুড়ি, ১২ এপ্রিলঃ দূর্ঘটনার কবলে পড়ল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। ঘটনাস্থল, জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের পাহাড়পুর এলাকা।
সূত্রের খবর, বুধবার বিকেল ৪ টা নাগাদ বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহার অভিমুখে রওনা দিয়েছিল। হঠাত্ই নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়পুর মোড়ের কাছে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে গাড়িটি। আহত হন কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। আহতদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। জাতীয় সড়কে দীর্ঘ যানজট।
from Uttarbanga Sambad http://ift.tt/2oz0NMu
April 12, 2017 at 09:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন