এরফান গ্রুপ ১ম বিভাগ ক্রিকেট লীগে মিতালী সংঘ ফাইনালে

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এরফান গ্রুপ ১ম বিভাগ ক্রিকেট লীগ প্রতিযোগিতা ২০১৬-১৭ এর বুধবারের ২য় সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে মিতালী সংঘ। তারা ১৪৩ রানে এনসিসিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মিতালী সংঘ ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মইনুল ১২৪ ও শুভ ৫৩ রান করে। এনসিসির বোলার রিজন ১০ ওভার ২৪ রানে ৩টি ও ইমন ১০ ওভার ৪৬ রানে ২টি উইকেট লাভ করে। ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এনসিসি ৩৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সোহেল ৫৫ ও মেহেদি ৪১ রান করে। মিতালী সংঘের বোলার সান ৮ ওভার ৪৩ রানে ৫টি ও কামরুল ৫ ওভার ২০ রানে ২টি উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মইনুল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১২-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2oXVXcj

April 12, 2017 at 08:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top