ঢাকা, ২১ এপ্রিল- কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের মরদেহ আরমানিটোলার ১৭/২ এর বাসা থেকে রাজধানীর বারডেমে হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ রাতে তাকে সেখানে রাখা হবে। এ ছাড়াও আগামীকাল শনিবার সকাল ১১টার সময় আরমানিটোলা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার রাত পৌনে ৯টায় এ তথ্য জানিয়েছেন লাকী আখন্দের ভাতিজা রিফাত। তিনি বলেন, পারিবারিক সিদ্ধান্ত ও লাকী আখন্দের ইচ্ছা অনুযায়ী তাকে দাফন করা হবে আজিমপুর গোরস্থানে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার নিজ বাসায় তিনি গুরুতর অসুস্থ হলে তাকে মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা শিল্পীকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, আশির দশকের তুমুল জনপ্রিয় এই কণ্ঠশিল্পী একাধারে সংগীত পরিচালক, সুরকার ও গীতিকার। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে প্রথমবারের মতো একক অ্যালবাম বের করেন লাকী আখন্দ। ১৯৮৭ সালে ছোট ভাই হ্যাপী আখন্দের মৃত্যুর পরপর সংগীতাঙ্গন থেকে অনেকটাই স্বেচ্ছায় নির্বাসন নেন এই গুণী শিল্পী। মাঝখানে প্রায় এক দশক নীরব থেকে ১৯৯৮-এ পরিচয় কবে হবে ও বিতৃষ্ণা জীবনে আমার অ্যালবাম দুটি নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসেন লাকী আখন্দ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oZfmqF
April 22, 2017 at 03:18AM
21 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top