মুম্বাই, ১৫ এপ্রিল- বেগমজান ছবিটি দিয়ে একেবারে আলোচনার শীর্ষে চাঙ্কি পান্ডে। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। নিজের চরিত্র নিয়ে দেয়া সাক্ষাৎকারে চাঙ্কি পান্ডে জানিয়েছেন, আমার চরিত্র এমন একজন খারাপ মানুষের যার মধ্যে ভালোমানুষির কোনো ছিটেফোঁটা নেই। যেমন সৃষ্টিকর্তা ও শয়তান থাকে, আমি হচ্ছি সেই শয়তান। শ্যুটিং শেষে যখন ঘরে ফিরি তখন নিজের কুকুরটাও আমাকে কামড়াতে এসেছিল! সৃজিত মুখার্জীর পরিচালনায় বেগমজান ছবির মূল চরিত্র অভিনয় করেছেন বিদ্যা বালান। কিন্তু বিদ্যার চেয়ে বেশি আলোচিত হচ্ছেন চাঙ্কি পান্ডে। এ আলোচনার পুরোটা জুড়েই তার নতুন লুক। নব্বইয়ের দশকের সেই হাসিখুশি হিরো নন। ছোট চুল, চোখে সুরমা। মুখে খোঁচা-খোঁচা দাড়ি। দাঁতে পান-খয়ের-তামাকের গাঢ় ছোপ। চাঙ্কি পাণ্ডের এই চেহারা বলিউড আগে কখনও দেখেনি। তাকে দেখলেই মনে হয় চতুর ও লোভী। কীভাবে এমন পরিবর্তন এনেছেন জানতে চাইলে অভিনেতা বলেন, তিন-চার মাস লেগেছিল। নতুন লুকের জন্য অনেকেই চিনতে পারেনি। ব্যাঙ্গালুরু বিমানবন্দরে তো আমাকে বোর্ডিং পাসই দিতে চায়নি। বিমানকর্মীরা আমাকে সাফ জানিয়ে দিল, বোর্ডিং পাস তার চাঙ্কি পান্ডেকে দেবে। আমাকে নয়! নতুন রূপ নিয়ে কাছের মানুষের প্রতিক্রিয়া জানাতে গিয়ে খানিকটা মজা করে নিলেন চাঙ্কি পান্ডে। তিনি বলেন, সাধারণত স্বামীরা স্ত্রীকে ভয় পায়। কিন্তু এ নতুন বেশ ধারণ করার পর আমার স্ত্রী আমাকে ভয় পাচ্ছে। অথচ ছবিটি হাতে নেয়ার আগে আমাদের দাম্পত্য জীবন অনেক সুখের ছিল! সূত্র : টাইমস অব ইন্ডিয়া আর/১০:১৪/১৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nPgD6g
April 16, 2017 at 04:31AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন