মুম্বাই, ২৭ এপ্রিল- বলিউডের ম্যাটিনি আইডল খ্যাত অভিনেতা বিনোদ খান্না চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টা ২০ মিনিটে। তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে গোটা বলিউড অঙ্গনে। বিনোদ খান্নার মৃত্যুর খবর পাওয়ার পর সরকার থ্রি ছবির প্রোমোশনাল ইভেন্ট বাতিল করে হাসপাতালে ছুটে যান অমিতাভ বচ্চন। সেখানে গিয়ে শোক প্রকাশ করেছেন বিগ বি। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, প্রখ্যাত অভিনেতা এবং বিজেপি সাংসদ বিনোদ খান্নার মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি। আশা ভোঁসলে টুইট করেছেন, খুব খারাপ লাগছে বিনোদ খান্নাজির খবর শুনে। শেষদিন পর্যন্ত একজন তারকা ছিলেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। অমর আকবর অ্যান্টনিতে অমরের চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ। সেই কথা মনে রেখে ঋষি কাপুরের টুইট, তোমাকে মিস করব অমর। রেস্ট ইন পিস। অনুপম খের লিখেছেন, বিনোদ খান্নাকে ওর লার্জার দ্যান লাইফ পারফরম্যান্সের জন্য মনে রাখব। উনার মতো খুব কম মানুষই আছেন। মিস করব স্যার। শত্রুঘ্ন সিনহার টুইট, বিনোদ খান্না সত্যিই আমার আপন ছিলেন। অনেক শ্রদ্ধা করতাম। দারুণ হ্যান্ডসাম ও ট্যালেন্টেড সুপারস্টার আর নেই। বিনোদ খান্নার বাসায় গিয়েছেন সালমান খান। তিনি বলেছেন, কিংবদন্তিরা চিরদিন থেকে যান সবার অন্তরে। বিনোদ জির আত্মা শান্তিতে থাকুক। করণ জোহরের আজ সন্ধ্যায় বাহুবলী-২ ছবির প্রিমিয়ারে যাবার কথা ছিলো। সেটি তিনি বাতিল করেছেন। বিষন্ন হয়ে আছেন প্রিয় অভিনেতা বিনোদ খান্নার মৃত্যুতে। তিনি টুইটারে লিখেছেন, আমরা তো বড়ই হলাম সুপারস্টার বিনোদ খান্নাকে দেখে। তার স্ক্রিন রোমান্স আজ পর্যন্ত অভূতপূর্ব। অক্ষয় কুমার লিখেছেন, বিনোদ খান্নার চলে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। সত্যিই একটা যুগের অবসান হলো। তার পরিবারের প্রতি সমবেদনা রইল। বরুণ ধাওয়ান টুইট করেছেন, ভারতীয় চলচ্চিত্রে সুন্দর অভিনেতা হিসেবে বিনোদ খান্নাকে সবসময় স্মরণ করা হবে। আজ এক লিজেন্ডকে হারাল ইন্ডাস্ট্রি। দিয়া মির্জা ফেসবুকে শেয়ার করেছেন, আমাকে জড়িয়ে ধরা, সুন্দর হাসি এবং আমাদের কথাবার্তা কখনও ভুলব না। আপনার আলো সবসময় আমাদের ওপর থাকবে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন বিনোদ খান্না। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তিন ছেলে রাহুল, অক্ষয়, সাক্ষী ও এক মেয়ে শ্রদ্ধা এবং স্ত্রী কবিতাকে রেখে মারা গেছেন। মেরে আপনে, অমর আকবর অ্যান্থনি, কুরবানি, ইনকার, হাত কি সাফাই, দাবাং, প্লেয়ার, দাবাং টু ও দিলওয়ালের মত সংখ্য সুপারহিট ছবির অভিনেতা বিনোদ খান্না। আর/১৭:১৪/২৭এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qbgsTn
April 27, 2017 at 11:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top