মুম্বাই, ৩০ এপ্রিল- তার সৌন্দর্যে যে কোনো পুরুষের মাথা ঘুরে যাবে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। এছাড়া বেশিরভাগ পুরুষই আত্মনিয়ন্ত্রণহীন। মিস ইউনিভার্স হওয়ার পর তো অনেকদিন কাটল; কিন্তু আজও সৌন্দর্যের অপরূপ কুহক রচনা করে চলেছেন সুস্মিতা সেন। আর তাতেই পথ হারিয়েছিলেন এক পরিচালক। অন্তত তিনি নিজে তাই স্বীকার করছেন। সম্প্রতি পরিচালক বিক্রম ভাট জানালেন, সুস্মিতা সেনের প্রতি আকৃষ্ট হয়ে নিজের স্ত্রীকে ঠকাতেও দ্বিধা করেননি! বিক্রম ভাট বলেছেন, সুস্মিতার সঙ্গে সম্পর্কের কারণেই ভেঙেছিল তার বিয়ে। তিনিই প্রতারণা করেছিলেন তার স্ত্রীর সঙ্গে। এমনকী বাচ্চাকেও অবহেলা করেছিলেন। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে এভাবে তছনছ করেছিলেন, সে সম্পর্কও স্থায়ী হয়নি। সুস্মিতার বয়ফ্রেন্ড হয়ে বেশিদিন থাকা হয়নি তার। পরিচালক বিক্রম ভাট বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল বিক্রমের মনে। তবে সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণে নয়। ইচ্ছে জেগেছিল মানসিক যন্ত্রণা এবং অনুশোচনার কারণে। কীভাবে তিনি তার পরিবারকে ছোট করেছেন, বাচ্চাকে অবহেলা করেছেন এসব কথা ভেবেই আত্মহত্যার ইচ্ছা হয়েছিল তার। যদিও হতাশার সে পথ থেকে তিনি নিজেকে সরিয়ে আনতে পেরেছিলেন। এখন অবশ্য আর বিয়ে করতে চান না তিনি। বিবাহ নামক প্রতিষ্ঠানটি থেকেই তার বিশ্বাস টলে গেছে. তবে সেদিনের যন্ত্রণাক্লিষ্ট দিনগুলোর কথা আজও ভুলতে পারেন না। সম্প্রতি একটি উপন্যাস লিখেছেন বিক্রম। সেটি কোনো কাল্পনিক গল্প নয়। জীবন থেকেই এ উপন্যাসের রসদ পেয়েছেন তিনি। তবে এ বইয়ে সুস্মিতার কথা নেই। আমিশা প্যাটেলের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। সে কথাও নেই। আবার হয়তো বা আছেও। লেখক জানাচ্ছেন, ছায়া হয়েই থাকতেই পারে। এমনকী স্ত্রীর কথাও আছে কিনা তাও পরিস্কার করেননি বিক্রম। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। জীবনে এক রহস্যময়ীর সামনে এসে পথ ভুলেছিলেন। আর তাই তার উপন্যাসের নায়িকাকেও একরকম রহস্যময়ী করেই রেখেছেন তিনি। কিন্তু আসল ঘটনা তো অনেকদিন আগে থেকেই সবার জানা। আর/১০:১৪/৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oMOL38
May 01, 2017 at 06:00AM
01 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top