ঢাকা, ২১ মে- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বখাটে প্রকাশ হয়েছিল গেল বছর। এতে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছিলেন লাক্স তারকা মুমতাহিনা টয়া। সম্প্রতি নতুন আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। গত ৮ মে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ হয়েছে। এর নাম রূপ। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। চলচ্চিত্রটি গতকাল শনিবার (২০ মে) রাতে ইউটিউবে প্রকাশ হয়েছে। সাড়ে ১১ মিনিটের এই চলচ্চিত্রে টয়াকে দেখা গেছে চমৎকার একটি চরিত্রে। টয়া বলেন, আমি প্রচুর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অফার পাই। কিন্তু গল্প ভালো না লাগায় সবার কাজ করা হয় না। রূপ আমার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর গল্প অসাধারণ। রূপে আমার মুখ ঝলসানো থাকে। এই প্রথম এমন চরিত্রে কাজ করছি। নিঃসন্দেহে এই গল্প দর্শকদের ভালো লাগবে। এরইমধ্যে অনেকের প্রশংসা পেয়েছি। ভিকি জাহেদ বলেন, রূপ হচ্ছে সৌন্দর্যের গল্প। সৃষ্টির আদিকাল থেকেই পৃথিবীতে শারীরিক ও মানসিক সৌন্দর্যের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। রূপে সে দ্বন্দ্বের গল্পকেই এক নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। রূপর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। তার বিপরীতে অভিনয় করছেন নবাগত সাগর আহমেদ। রূপর গল্প লিখেছেন পরিচালক নিজেই। এসবি ফুডের ব্যানারে নির্মিত রূপ প্রযোজনা করছেন খলিলুর রহমান এবং সহ-প্রযোজক হিসেবে আছে টাইগার মিডিয়া। এতে চিত্রগ্রাহক হিসেবে ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনায় আছেন সাইফ রাসেল ও সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়াৎ অর্পণ। রূপ একটি মোশন ভাস্কর নির্মাণ। ইউটিউবে দেখুন চলচ্চিত্রটি : আর/১৭:১৪/২১ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rEtiXT
May 21, 2017 at 11:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top