কলকাতা, ০৬ মে- আগামীকাল রোববার (৭ই মে) ভারতের বারাসাত রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব। সম্প্রতি কালের পড়শি দুই দেশের মধ্যকার সবচেয়ে বড় সাংস্কৃতিক মহামিলন অনুষ্ঠান এটি। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন ও পুরস্কার গ্রহণ করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিনা রুমা। ভারতের কথামাল ও কবিতা কানেকশন থেকে তানজিনা রুমাকে মনোনীত করে চিঠি পাঠানো হয়। তানজিনা রুমা কলকাতা থেকে এ প্রতিবেদককে জানান, আমি অনেক আনন্দিত। আমাকে এতবড় একটা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছেন। আমার জন্য এটা অনেক বড় পাওয়া। আর আমি দেশের সম্মান বাড়ানোর জন্য আগামীতে কাজ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দুজন মন্ত্রী ও দুজন পার্লামেন্ট মেম্বার। এছাড়াও উপস্থিত থাকবেন দুই বাংলার কবি-সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, বুদ্ধিজীবিসহ খ্যাতিমান গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে তানজিনা রুমা চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া শুরু করেন। এখনো মাঝে মধ্যে প্লেব্যাক করছেন। সর্বশেষ মালেক আফসারি পরিচালিত মনের জ্বালা ছবির একটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। এছাড়া তার গাওয়া বেশ কিছু ছবির গান অনেক জনপ্রিয়। যেমন হিটম্যান ছবির দেখনা ও রশিয়া, রাজাবাবু ছবির সেলফি, দুর্ধষ প্রেমিক ছবির এসআই টুটুলের সঙ্গে অন্তরে অন্তরে ইত্যাদি। এছাড়া লাভ ম্যারেজ, জিদ্দি মামা, হিরো দ্য সুপারস্টার প্রভৃতি ছবির গানেও প্লেব্যাক করেছেন রুমা। আর/১৭:১৪/০৬ মে
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2phcN1z
May 07, 2017 at 05:08AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন