প্রায় দুশ’ বছরের পুরনো রৌপ্য ও তাম্র মুদ্রা উদ্ধার

fঢাকা::

গাজীপুরের কালিয়াকৈরের মাটি খননের সময় প্রায় দুশ’ বছরের পুরোনো বৃটিশ শাসনামলের ১৬০টি রৌপ্য ও তাম্র মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব জানান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শিমুলতলী পালপাড়া এলাকার গোপাল চন্দ্র পালের ছেলে দীপংকর পালের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংকি নির্মাণের জন্য মাটি খননের কাজ করছিল শ্রমিকরা। খননের সময় মাটির প্রায় সাড়ে ৩ফুট গভীরে একটি মাটির পাত্রে ১৫৯টি রৌপ্য ও ১টি তাম্র মুদ্রার সন্ধান পায় শ্রমিকরা। প্রতিটি মুদ্রার ওজন প্রায় এক ভরি।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। মুদ্র্রাগুলোর গায়ে ১৮১৮, ১৮৮৮, ১৯০৬, ১৯০৮, ১৯১০ ও ১৯১৫ সাল উল্লেখ রয়েছে। ব্রিটিশ শাসনামলের এসব মুদ্রার এক পাশে One Rupee India লেখা রয়েছে। মুদ্রাগুলোর মধ্যে কিছু মুদ্রার অপর পাশে ছবিসহ Victoria Empress এবং অবশিষ্টগুলোতে George King Empereor লেখা রয়েছে।

পুলিশ মুদ্রাগুলোকে গুপ্তধন হিসেবে উল্লেখ করেছে। মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2s0Smsp

May 27, 2017 at 07:04PM
27 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top