কলকাতা, ১৮ মে- অভিনেতা রাজকে কেন্দ্র করে তার পূর্বের প্রেমিকা মিমি ও বর্তমান প্রেমিকা শুভশ্রী দুজনই ভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ভারতের ও কলকাতার স্থানীয় পত্রিকাগুলো এ খবর প্রকাশ করেছে। শুভশ্রীর সঙ্গে প্রায়ই বিয়ে ঠিক হয়েছিল রাজের। আগামী জুন মাসেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল রাজ ও শুভশ্রীর। কিন্তু কয়েক মাস ধরেই রাজের জীবনে মিমির ফিরে আসার গল্প কানে যায় শুভশ্রীর৷ এমনকি এই নিয়ে রাজকে সোজাসাপটা মিমি সম্পর্কে জিজ্ঞেসও করেন শুভশ্রী, চাপও সৃষ্টি করেন রাজের ওপর। এ খবর পেয়ে হতাশ হয়ে গেলে মিমি নাকি ঘুমের ওষুধ খান। খবর অনুযায়ী, রাজ নাকি মিমিকে ক্লিনিকে নিয়ে যায় চিকিৎসার জন্য। শুভশ্রী এ খবর জানতে পারেন। শুরু হয় নতুন অশান্তি। এই অশান্তিতে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যাও করতে চান শুভশ্রী! তবে শুভশ্রীর বাড়ির লোকদের চেষ্টায় সে বিপদ থেকে বেঁচে যান শুভশ্রী ৷ এই গুঞ্জন নিয়ে আপাতত মুখ খুলতে চাননি রাজ, মিমি ও শুভশ্রী। এদিকে দুই অভিনেত্রীকে ঘিরে পরিচালকের ত্রিভূজ প্রেমের এমন পরিণতিতে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে তোলপাড় গোটা টালিগঞ্জ। অনেকেই বলছেন, রাজ সবসময় নিজের কমিটমেন্টকে গুরুত্ব দেয়। সম্ভবত পুরনো প্রেমিকা মিমির ফিরে আসা আগের কমিটমেন্টকেই জোরাল করেছে। এখন অপেক্ষা পরবর্তী দৃশ্যের জন্য। এসব ঘটনা স্বীকার না করলেও শুভশ্রীর সাথে রাজের সম্পর্কের ভাঙন ধরেনি বলেন জানিয়েছেন রাজ। রাজ বলেন, আমাদের সম্পর্কে কোনো ভাঙন ধরেনি। শুভশ্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি নাকি বেশ ভেঙে পড়েছেন। যদিও নায়িকা এ ব্যাপারে কিছু খোলসা করলেন না। শুভশ্রীর কথায়, কারা এ সব বলছে জানি না। আমি এখন কিছু বলার মতো জায়গায় নেই। তার কথাতেই ধোঁয়াশা স্পষ্ট। শোনা যাচ্ছে, ওই প্রযোজক সংস্থার সঙ্গে রাজের আগামী ছবির নায়িকা মিমি। আর/১৭:১৪/১৮ মে কলকাতা, ১৮ মে- অভিনেতা রাজকে কেন্দ্র করে তার পূর্বের প্রেমিকা মিমি ও বর্তমান প্রেমিকা শুভশ্রী দুজনই ভিন্ন উপায়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ভারতের ও কলকাতার স্থানীয় পত্রিকাগুলো এ খবর প্রকাশ করেছে। শুভশ্রীর সঙ্গে প্রায়ই বিয়ে ঠিক হয়েছিল রাজের। আগামী জুন মাসেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল রাজ ও শুভশ্রীর। কিন্তু কয়েক মাস ধরেই রাজের জীবনে মিমির ফিরে আসার গল্প কানে যায় শুভশ্রীর৷ এমনকি এই নিয়ে রাজকে সোজাসাপটা মিমি সম্পর্কে জিজ্ঞেসও করেন শুভশ্রী, চাপও সৃষ্টি করেন রাজের ওপর। এ খবর পেয়ে হতাশ হয়ে গেলে মিমি নাকি ঘুমের ওষুধ খান। খবর অনুযায়ী, রাজ নাকি মিমিকে ক্লিনিকে নিয়ে যায় চিকিৎসার জন্য। শুভশ্রী এ খবর জানতে পারেন। শুরু হয় নতুন অশান্তি। এই অশান্তিতে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যাও করতে চান শুভশ্রী! তবে শুভশ্রীর বাড়ির লোকদের চেষ্টায় সে বিপদ থেকে বেঁচে যান শুভশ্রী ৷ এই গুঞ্জন নিয়ে আপাতত মুখ খুলতে চাননি রাজ, মিমি ও শুভশ্রী। এদিকে দুই অভিনেত্রীকে ঘিরে পরিচালকের ত্রিভূজ প্রেমের এমন পরিণতিতে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে তোলপাড় গোটা টালিগঞ্জ। অনেকেই বলছেন, রাজ সবসময় নিজের কমিটমেন্টকে গুরুত্ব দেয়। সম্ভবত পুরনো প্রেমিকা মিমির ফিরে আসা আগের কমিটমেন্টকেই জোরাল করেছে। এখন অপেক্ষা পরবর্তী দৃশ্যের জন্য। এসব ঘটনা স্বীকার না করলেও শুভশ্রীর সাথে রাজের সম্পর্কের ভাঙন ধরেনি বলেন জানিয়েছেন রাজ। রাজ বলেন, আমাদের সম্পর্কে কোনো ভাঙন ধরেনি। শুভশ্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি নাকি বেশ ভেঙে পড়েছেন। যদিও নায়িকা এ ব্যাপারে কিছু খোলসা করলেন না। শুভশ্রীর কথায়, কারা এ সব বলছে জানি না। আমি এখন কিছু বলার মতো জায়গায় নেই। তার কথাতেই ধোঁয়াশা স্পষ্ট। শোনা যাচ্ছে, ওই প্রযোজক সংস্থার সঙ্গে রাজের আগামী ছবির নায়িকা মিমি। আর/১৭:১৪/১৮ মে



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rinEh3
May 19, 2017 at 12:55AM
18 May 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top