মুম্বাই, ২৪ জুন- আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত নন এমন শোবিজ অঙ্গনের তারকা পাওয়া যাবে না! সেলিব্রিটিরা তাদের নিত্যদিনের নানা মুহূর্তের ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের মাঝে সজীব থাকেন। অথচ সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন বছরের পর বছর এই জায়গাটাতে অনুপস্থিত। আর এর কারণ, এই দুটি সোশ্যাল প্ল্যাটফর্মে কোথাও অ্যাকাউন্টই নেই অভিষেকপত্নীর। ভারতীয় গণমাধ্যমের খবর, অল্প কয়েকদিনের মধ্যেই ফেসবুক এবং ইনস্টাগ্রামে যোগ দিতে চলেছেন ঐশ্বরিয়া। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, তাঁর সময় হয়েছে এবার সোশ্যাল মিডিয়ায় যোগ দেওয়ার। যদিও বছরের পর বছর ধরে প্রাক্তন বিশ্ব সুন্দরীকে বিভিন্ন মানুষ নানা সময় সোশ্যাল মিডিয়ায় যোগ দেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন দুজনেই যথেষ্ট সক্রিয়। কিন্তু দীর্ঘদিন নিজেকে খুব সযত্নেই সেই জায়গা থেকে সরিয়ে রেখেছিলেন বচ্চনবধূ। আর/১৭:১৪/২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s2lMKr
June 24, 2017 at 10:22PM
24 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top