মুম্বাই, ১৭ জুন- বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়বে, তা সবাই বলেছে। কিন্তু বাড়িটি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে ভেঙে পড়েছে কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের পৈতৃক বাড়ি। পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া জেলার মোহল্লা খুদা দাদ এলাকায় ঐতিহাসিক কিস্সা খওয়ানি বাজারে এখন শুধু দেখা যায় বাড়িটির মূল ফটক। বাড়িটি ভেঙে পড়ার খবর শুনে মর্মাহত হয়েছেন দিলীপ কুমারের স্ত্রী অভিনেত্রী সায়রা বানু। দিলীপ কুমার গুরতর অসুস্থ, তাই তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। ২০১৪ সালে বাড়িটিকে প্রত্নতত্ত্ব বিভাগ ন্যাশনাল হেরিটেজ হিসেবে নথিভুক্ত করেছে ঠিকই, কিন্তু বাড়িটির রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণ করেনি খাইবার পাখতুনখাওয়া সরকার। প্রত্নতত্ত্ব বিভাগ ও জাদুঘরের অধিকর্তা আবদুল সামাদ জানান, বাড়িটি রক্ষণাবেক্ষণের একমাত্র উপায় আবার নতুন করে তৈরি করা। এখন সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। মোহল্লা খুদা দাদ এলাকায় ১৯২২ সালে দিলীপ কুমারের জন্ম। তবে অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি কৈশোরেই ভারতের বোম্বে শহরে চলে আসেন। পাকিস্তান সরকার ১৯৯৮ সালে তাকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নিশা-ই-ইমতিয়াজএ ভূষিত করেন। সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া আর/১০:১৪/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rrfNKE
June 18, 2017 at 05:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top