জলের কলতানে ঈদের নামাজ আদায় !!!

নিজস্ব প্রতিবেদক :

বন্যায় ভেসে গেছে ফসল। এখনো পানিবন্দি হয়ে কাটাতে হচ্ছে দিন। এরমধ্যেই এসেছে ঈদুল ফিতর। মনে আনন্দ নাই, পকেটে নাই দিন চলার জোগান। তবে ঈদের নামাজ তো আর বাদ দেয়া যায় না। সুনামগঞ্জের শনির হাওরে চারপাশে জলের কলতানে ঈদের নামাজ আদায় করলেন দুই শতাধিক মুসল্লি।

সোমবার (২৬ জুন) তাহিরপুর উপজেলার উজান তাহিরপুর গ্রামের হাওরপারের মানুষদের বিকল্প পথও ছিলো না। সুনামগঞ্জের শনির হাওরপারের উজান তাহিরপুর গ্রামের দক্ষিণ-পূর্বে শনির হাওর, উত্তরে বৌলা ইউনিয়ন পরিষদ, পশ্চিমে তাহিরপুর সদর উপজেলা। উজান তাহিরপুর মসজিদের ইমাম নামাজের ইমামতি করেন।

শনির হাওরের দক্ষিণ অংশের কৃষিজীবীদের বেশীরভাগেরই বাড়ি এই গ্রামে। ঈদ জামাতে শরিক হওয়া মুসল্লিদের কারো পরনেই ছিল না ঈদের নতুন পোশাক। সামনে অনিশ্চিত আগামী, কপালে চিন্তার ভাঁজ। তারমধ্যেই ঈদ এসেছে তাদের জীবনে।

ঈদ জামাতে শরিক হয়ে আগামী দিনের শুভ কিছুর জন্যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তারা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2seFRbN

June 27, 2017 at 12:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top