চাঁদা না পেয়ে নববধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ সভাপতি গ্রেফতার !

সুরমা টাইমস ডেস্ক::
চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে নববধূকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রোববার বরিশাল নগরীর কালীবাড়ি রোড থেকে সুমন হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে।

এর আগে বিকেলে গৃহবধূর স্বামী ছাত্রলীগ নেতা সুমন ও তার সহযোগী মামুনসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বরাত দিয়ে এসআই জানান, মামলার বাদী চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালান। ১০ মাস আগে বিয়ে করা স্ত্রীকে নিয়ে ১৫ দিন আগে তিনি বানারীপাড়ায় গ্রামের বাড়িতে আসেন। কিন্তু এটি তার দ্বিতীয় বিয়ে হওয়ায় পরিবার তাদের মেনে নেয়নি। তখন বধূকে নিয়ে উপজেলার একটি গ্রামে নানার বাড়িতে ওঠেন চালক। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন দলবল নিয়ে সিএনজি চালকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সুমন সিএনজিচালক ও তার স্ত্রীকে নিয়ে গ্রামের ক্লাবের একটি কক্ষে আটকে রাখেন। চাঁদার টাকা না দেওয়ায় স্ত্রীকে রাতভর ধর্ষণ করেন সুমন। এ কাজে সুমনকে সহায়তা করেন মামুনসহ তিন সহযোগী। সকালে সিএনজি চালক স্বামীর চিৎকারে বধূকে ফেলে রেখে যান সুমনসহ সহযোগীরা।

এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থার পাশাপাশি সুমন মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. গোলাম সালেহ মঞ্জু মোল্লা বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সুমন অপরাধ করে থাকলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবশ্যই তার শাস্তি হবে। ব্যক্তির দায় কখনোই দল বহন করবে না।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় সুমন ও মামুনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2uvtDjA

July 17, 2017 at 09:55PM
17 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top