উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নাইডু

নয়াদিল্লি, ১৭ জুলাইঃ উপরাষ্ট্রপতি নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুকে প্রার্থী করল এনডিএ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে সোমবার বিকেলের এক অধিবেশনে পদপ্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি পার্লামেন্টারি বোর্ড। আগামী ৫ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন।

আজকের সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র অমিত শাহ জানান, বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীর বিরুদ্ধে লড়াইয়ে শাসকদলের তরফে নামবেন বেঙ্কাইয়া নাইডু। সকল শরিক দলের সম্মতি রয়েছে এই সিদ্ধান্তে। আগামীকাল সকাল ১১ টায় বেঙ্কাইয়া নিজের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

বেঙ্কাইয়াকে যে বিজেপির উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে সেবিষয়ে আগে থেকেই অনুমান করা যাচ্ছিল।

বর্তমানে তিনি নগরোন্নয়ন, দারিদ্র দূরীকরণ এবং তথ্য সম্প্রচারমন্ত্রকের দায়িত্বে রয়েছেন। বেঙ্কাইয়া নাইডু রাজস্থান থেকে চারবার বিজেপি সাংসদ হয়েছেন।
দক্ষিণ ভারতে বিজেপির ভিত খুব একটা মজবুত নয়। এমতাবস্থায় দক্ষিণ ভারতে বিজেপির তরফে ইতিবাচক ফল আনতে ভারতের কোনো বিজেপি নেতাকেই উপরাষ্ট্রপতি করার জল্পনাই সত্যি হল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2urQ75x

July 17, 2017 at 09:40PM
17 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top