মুম্বাই, ২৪ জুলাই- বেশ বিতর্কের ঝড় তুলে আর নানা বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা লিপস্টিক আন্ডার মাই বোরকা (বোরকার নিচে লিপস্টিক)। মুক্তির পর তৃতীয় দিনের মতো ভারতের সিনেমা হলগুলোতে চলছে সিনেমাটি। সবারই প্রশ্ন, কেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে বোরকার নিচে লিপস্টিক? ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন মতে, গতকাল রোববার পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে আয় ছিল ১ কোটি ২২ লাখ রুপি। দ্বিতীয়দিনে তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৭ লাখ রুপিতে। সব মিলিয়ে দুইদিনে ৩ কোটি রুপি ছাড়িয়েছে বোরকার নিচে লিপস্টিকর আয়। ইতোমধ্যে টুইটারে সিনেমাটির নির্মাতাদের অভিনন্দন জানিয়েছে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং অনুভব সিনহা। নির্মাণের পর প্রথম দিকে সিনেমাটি আটকে দিয়েছিল ভারতের সেন্সর বোর্ড। এদিকে অবশ্য ছবিটি এরইমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং পুরষ্কারও পেয়েছে। ভারতের এক ছোট শহরে বসবাস করা চার নারী চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। চারজনের মনের ভেতরে লুকনো ইচ্ছেগুলো নিয়েই গল্প। পরিচালককে পাঠানো একটি চিঠিতে ভারতের ফিল্ম সার্টিফিকেশন বোর্ড প্রথমে জানিয়ে দেয় যে সিনেমাটি নারীমুখী এবং সেখানে অবিরত যৌন দৃশ্য ও গালিগালাজ রয়েছে। আছে অডিও পর্নোগ্রাফি। লিপস্টিক আন্ডার মাই বোরকা সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয় গত বছরের অক্টোবরে। ছোট ছোট ঘটনা আর কাজের মধ্যে দিয়ে চার নারীর বেশ সাহসী হয়ে ওঠা এবং কিছুটা বিদ্রোহী হয়ে ওঠার গল্প আছে সিনেমায়। ওই চার নারীর মধ্যে একটি চরিত্র এক মুসলিম তরুণীর। ছবিতে সমাজের একটি বিশেষ শ্রেণীর ব্যাপারে স্পর্শকাতর অনুভূতি রয়েছে বলে প্রথম দিকে মন্তব্য করা হয়েছিল। বলা হয়েছিল, তা মুসলিমদের ধর্মীয় ভাবাবেগকে আহত করতে পারে। ভারতের আপিল বোর্ড সিনেমার কয়েকটি দৃশ্য বাদ দেয়ার নিদেশ দিয়েছিল। ছবিটির পরিচালক অলঙ্কৃতা শ্রীবাস্তব নিষেধাজ্ঞাকে নারী অধিকারের ওপর চরম আঘাত বলে বর্ণনা করেছিলেন এবং এই আদেশকে আপিল আদালতে চ্যালেঞ্জ করেন। শেষ পর্যন্ত মুক্তি পায় বোরকার নিচে লিপস্টিক। আর/১০:১৪/২৪ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2eI6pRv
July 25, 2017 at 04:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top