ঢাকা, ২৪ জুলাই- চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে তথ্য মন্ত্রণালয়। আজ সোমবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫টি ক্যাটাগরিতে ৩১ জনের হাতে পুরস্কার তুলে দেবেন। তথ্য মন্ত্রণালয় গত ১৯ মে ২০১৫ সালের চলচিত্র শিল্পে ২৫টি ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য ৩১ জনের নাম ঘোষণা করে। নির্বাচিতদের মধ্যে প্রধান চরিত্রে রয়েছেন শাকিব খান ও মাহফুজ আহমেদ। তারা যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা। জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করছেন। পুরস্কার প্রদানের পাশাপাশি থাকছে চলচ্চিত্র তারকাদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের এ অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনয় শিল্পীরা। পারফর্ম করবেন অপু বিশ্বাসও। অপু নাচবেন চিত্রনায়ক ফেরেদৌসের সঙ্গে। শাবানা-আলমগীরের পিতামাতা সন্তান ছবির তুমি আরো কাছে আসিয়া শিরোনামের গানটিতে। অপু বিশ্বাস বলেন, তিন মিনিট করে তিনটি গানের সঙ্গে পারফর্ম করব আমি ও ফেরদৌস ভাই। আশা করি, দর্শক অনুষ্ঠানটি উপভোগ করবেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের ৪০তম আসরে জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ সম্মানিত অতিথি হিসেবে এবং তথ্যসচিব মরতুজা আহমদ স্বাগত বক্তব্য দেবেন। এমএ/ ০৮:৩১/ ২৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2upMtbF
July 25, 2017 at 02:31AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন