ঢাকা, ০১ জুলাই- বলা হয়ে থাকে, উপমহাদেশে সুচিত্রা সেনের পর ঢালিউডের বিউটি কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী শাবানার ব্যক্তি জীবনকে ঘীরে সবচেয়ে বেশি মিথ প্রচলিত রয়েছে। যে কারণে সকলের কৌতূহলেরও কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। কারণ জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন তিনি সিনেমা ছেড়ে ভিনদেশে পাড়ি জমান। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। মাস তিনেক তার থাকার কথা রয়েছে বাংলাদেশে। জনপ্রিয়তা, খ্যাতি, জশ-এসব তার ভাবনা থেকে সরিয়ে ফেলেন তিনি। যে কারণে যখনই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তখনই এ প্রশ্নের উত্তর দিতে হয় তাকে। কেন হঠাৎ করেই সিনেমা ছেড়ে দিলেন? দীর্ঘ ১৭ বছর ধরে রূপালি পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। তাতে কী? সিনেমা প্রেমীরা কিন্তু তাকে একটু সময়ের জন্য হলেও ভুলে যাননি। দেশের টান, মনের টান, জন্ম, বেড়ে ওঠা, অভিনয় জীবন, মানুষের ভালোবাসায় শাবানা হয়ে ওঠা-সবই তো বাংলাদেশে। ১৯৭৩ সালে সরকারী কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাবানা। তবে তিনি দেশের বাইরে থাকলেও মনটা তার দেশে পড়ে থাকে দেশে। তা শাবানার কথায় স্পষ্ট। তিনি বলেন, সত্যি কথা বলতে আমি দেশে না থাকলেও কারও কাছ থেকে দূরে নেই। প্রতিটা মুহূর্তে দেশ, দেশের মানুষ আর চলচ্চিত্রের খবর নেই। আমি সবাইকে খুব মিস করি। কিন্তু কী করব, যুক্তরাষ্ট্রে যখন স্থায়ী হয়েই গিয়েছি তখন চাইলেই যখন খুশি তখন চলে আসতে পারি না। ২০০০ সালের পর চলচ্চিত্রাঙ্গন ছেড়ে সপরিবারে যুক্তরাস্ট্রে চলে যান; সে সময়ের বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবানা। চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে সিনেমায় অভিষেক হয় শাবানার। ১৯৬৭ সালে এহতেশামের চকোরী সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এ নায়িকা। পরিচালক এহতেশামই তার রত্মা নাম বদলে শাবানা রাখেন। ক্যারিয়ারে ২৯৯ টি ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ২৫ টি ছবির প্রযোজকও তিনি। অভিনয়ের জন্য ১১ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রবাস জীবন ফেলে ব্যক্তিগত কাজে বছরে দু-একবার দেশে এলেও চলচ্চিত্র শিল্পের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগই নেই তার। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ। শাবানা গণমাধ্যমকে জানিয়েছেন,সে সময় সন্তানদের সময় দেওয়ার জন্যই তিনি বাংলাদেশে ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। তার বড় মেয়ে সুমী তখন এ লেভেল শেষ করেছে। এরপর উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিছুদিন পর ছোট মেয়ে ঊর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে যান। তখন তাদের বয়স কম। বাচ্চারা তাকে খুব মিস করছিল। তখন সন্তানদের কথা ভেবে সিদ্বান্ত নিলেন, সন্তানদের ঠিকভাবে গড়ে তুলতে হবে। না হলে তার এই অভিনয়জীবন দিয়ে কী হবে! তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলেন। এ জন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে শাবানার বড় মেয়ে সুমী ইকবাল এমবিএ ও সিপি-এ করেছে। বিয়ে করে এখন সে পুরোদস্তুর গৃহিণী। ছোট মেয়ে ঊর্মি সাদিক মাস দু-একের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করবে। ছেলে নাহিন সাদিক রটগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন ব্লুমবার্গে চাকরি করছে। তিনি এখন সিনেমায় অভিনয় না করলেও তার অভিনীত পুরোনো সিনেমাগুলো এখন টিভিতে যখন দেখায় তখন সুযোগ পেলেই দেখেন। দেশের এখনকার সিনেমা সম্পর্কে খোঁজখবর রাখেন। শাকিব খান, অপু বিশ্বাস ও মাহির সিনেমাও দেখেন। কারণ নিউজার্সিতে চ্যানেল আই, এনটিভি, এটিএন, বাংলাভিশন টিভি চ্যানেলগুলো দেখানো হয়। বাংলাদেশের কিংবদন্তী এ চলচ্চিত্র অভিনেত্রী বলেন, এসব চ্যানেলে আমার সিনেমা প্রায়ই দেখায়। যখন দেখি সত্যি ভালো লাগে। সিনেমাগুলো দেখার সময় শুটিংয়ের সময়ের স্মৃতিগুলো মনে পড়ে। আনন্দও হয়। এই সময়ের সিনেমা নিয়ে শাবানা নিজস্ব কোনো ভাবনা না থাকলেও তার স্বামী ওয়াহেদ সাদিক ছবি প্রযোজনা করতে পারেন বলে জানান তিনি। আর বলেন, সাদিক সাহেব হয়তো সিনেমা প্রযোজনা করতে পারেন। আমাদের এসএস প্রোডাকশন থেকে অনেক সিনেমা হয়েছে। প্রচুর সুপারহিট সিনেমা আমরা উপহার দিতে পেরেছি। সিনেমা করতে গেলে প্রচুর সময় দিতে হয়। এলাম আর গেলাম বললে তো হবে না। গল্প নিয়ে সবকিছু ভাবতে হয়। ও বলে সিনেমা বানাবে, জানি না করতেও পারে। শাবানা যাদের সঙ্গে কাজ করেছেন তাদের অনেকেই এখন আর বেঁচে নেই। এসব ভাবলেই শাবানার মন খারাপ হয়। এহতেশাম, মোস্তফা মেহমুদ, কামাল আহমেদ, দিলীপ বিশ্বাস, সুভাস দত্ত-তারা কেউ-ই নেই। পরিচালকদের মধ্যে আজিজুর রহমান ছাড়া আর কেউ বেঁচে নেই। অনেক শিল্পীও নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন শাবানা। এটা তার জন্য অনেক আনন্দের ও গর্বের বলে জানিয়েছেন তিনি। শাবানার পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। দীর্ঘ অভিনয়জীবনে শাবানা মোট ২৯৯ টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন আলমগীরের সঙ্গে। তার সঙ্গে জুটি হয়ে তিনি ১৩০টি সিনেমায় অভিনয় করেছেন। এরপরই যার সঙ্গে বেশি অভিনয় করেছেন, তিনি হলেন চিত্রনায়ক রাজ্জাক। কয়েক বছর আগে খবর বেরিয়েছিল রাজনীতিতে যুক্ত হচ্ছেন শাবানা। তবে তিনি নয়। তার স্বামী ওয়াহিদ সাদিক হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারেন। এ কথার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। প্রধানমন্ত্রী তাকে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তাছাড়া যশোরের কেশবপুরে তার শ্বশুরবাড়ির লোকজন রাজনীতির সঙ্গে যুক্ত আছেন অনেকদিন ধরে। ওয়াহিদও যুক্ত হতে পারেন। জীবনের ধাপে ধাপে কিছু সময় আসে, সে সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। জীবনযাত্রায় দারুণ পরিবর্তন এনে শাবানাও ঠিক তেমনটিই করেছেন। শাবানার জীবন অনেকটা চলচ্চিত্রের গল্পকেও হার মানায়। যে শাবানাকে দর্শকরা স্থান দিয়েছে হৃদয়ে, দৃষ্টিসীমানার বাইরে গেলেই কি তাকে ভুলে থাকা যায়? শাবানা বিস্মৃত হননি, হবেনও না কোনোদিন। আর/১০:১৪/০১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2txEVmY
July 02, 2017 at 04:34AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.