ঢাকা, ০৩ জুলাই- ছোট ও বড় পর্দার তারকা বিদ্যা সিনহা মিম ঢাকায় আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। সম্প্রতি সুইজারল্যান্ডে সৃজিত মুখার্জির ইয়েতি অভিযান ছবির কাজ করে ফিরেছেন মিম। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। এতে কাকাবাবু চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ​। আরও আছেন ফেরদৌস, যিশু সেনগুপ্ত প্রমুখ। আর এরই মধ্যে ঢাকায় মিমের তিনটি ছবির কাজ জমে গেছে। ছবিগুলো হলো মনতাজুর রহমান আকবরের দুলাভাই জিন্দাবাদ, তারেক শিকদারের দাগ আর সৈকত নাসিরের পাষাণ। মিম জানালেন, এই তিনটি ছবির কাজই তিনি করেছেন। কিন্তু নানা কারণে প্রতিটি ছবির কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে। শিগগিরই দুলাভাই জিন্দাবাদ ছবির কাজ শুরু হবে। এই ছবিতে মিমের সঙ্গে অভিনয় করছেন বাপ্পি, মৌসুমী ও ডিপজল। দাগ ছবিতেও মিমের সঙ্গে আছেন বাপ্পি আর পাষাণ ছবিতে কলকাতার নায়ক ওম। সবকটি ছবির কাজ শিগগিরই শেষ হবে। ইয়েতি অভিযান ছবির পর যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করবেন মিম। জানালেন, এ মাসের শেষ দিকে কলকাতায় ওলট পালট ছবির কাজ শুরু করার কথা আছে। এই ছবির পরিচালক রবি কিনাগি। আর/১৭:১৪/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sEdvrA
July 04, 2017 at 12:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top