কুয়ালালামপুর, ২১ জুলাই- মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। এদের মধ্যে ১০ জনই শিশু। সেগেমবাত দালামের বুকিত প্রিমা পেলাংগি এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়। মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টারের খবরে এ তথ্য জানানো হয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন দপ্তর বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত তিনটায় ওই অভিযান চালিয়েছে। স্থানীয় প্রায় ১শটি বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়। ইন্দোনেশিয়া এবং বাংলাদেশিসহ গ্রেফতার হওয়া ১১৩ অবৈধ অভিবাসীর মধ্যে ২৯ নারী এবং ১০ শিশু রয়েছে। গ্রেফতার হওয়া ৯৪জন ইন্দোনেশিয়ার, ১৬ জন বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমার এবং শ্রীলঙ্কার। কুয়ালালামপুর ইমিগ্রেশন ইন্টিলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের প্রধান মোহাম্মদ শারুলনিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইনফোর্সমেন্টের প্রধান মোহাম্মেদ ইউসুফ খান মোহম্মদ হাসান ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। আর/১৭:১৪/২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uPOtet
July 21, 2017 at 11:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top