ঢাকা, ১৩ জুলাই- শিল্পী হিসেবে যেহেতু কাজ করছি, তাই গান নিয়েই থাকতে হয় সবসময়। স্টেজ শো ও অ্যালবামের ব্যস্ততা তো রয়েছেই। তাছাড়া ৫ জুলাই বাংলাভিশনের মিউজিক ক্লাবে লাইভ গান করলাম। মৌলিক গানই করেছি সেখানে। ভালো সাড়া পেয়েছি দর্শকদের। পাশাপাশি বেশ কয়েকটি বিদেশ সফর নিয়েও কথা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে হয়তো শোগুলো করবো। কথাগুলো বলেছেন সামিনা চৌধুরী। এই শিল্পীর কণ্ঠে এত দরদ ও মায়া যে, শ্রোতাদের কাছে তার গান অন্যরকম আবেদনে বাজে। সামিনা চৌধুরী আরও বলেন, নতুন একটি অ্যালবামের রেকর্ডিং শেষ করছি। আমার মনে হয়, এটি বিশেষ কিছু হতে চলেছে। কারণ অ্যালবামের গানগুলোর সুর করেছেন ওপার বাংলার নচিকেতা। আর এর সঙ্গীতায়োজন করছে পঞ্চম। অ্যালবামে আমি ও ফাহমিদা গান গেয়েছি। আমার কাছে গানগুলো বেশ ভালো লেগেছে। গেয়েছিও খুব উপভোগ করে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। সামিনা চৌধুরী পুরোপুরি গানের মানুষ। গায়কীর বাইরে বাদ্যযন্ত্রেও রয়েছে তার মুন্সিয়ানা। সম্প্রতি এনটিভির একটি অনুষ্ঠানে তাকে কিবোর্ড বাজাতে দেখা যায়। এ প্রসঙ্গে সামিনা বলেন, এনটিভির অনুষ্ঠানে কিবোর্ড বাজিয়েছিলাম। আসলে গানের পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাতেও আমার ভালো লাগে। বলতে পারেন এক ধরনের ভালোবাসা কাজ করে। কিবোর্ড ও গিটার আমাকে খুব টানে। এখন গানের মান নিয়ে নানাজন নানা কথা বলে থাকেন। কেউ বলেন এখনকার গান ভালো হচ্ছে না। আবার কেউ বলছেন ভালো। কিন্তু আপনার ভাবনা কেমন? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু চিন্তা করে সামিনা চৌধুরী বলেন, এ বিষয়ে আর কি বলবো! এখন তো সবাই শিল্পী হয়ে যাচ্ছে। যাকেই দেখছি সেই গান গাইছে। গান জানুক আর না জানুক গাইছে ঠিকই। এভাবেই তো এখন চলছে। আসলে এসব নিয়ে আর বলতে ইচ্ছে হয় না। শিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালকের সংখ্যা বাড়ছে। কিন্তু মানসম্পন্ন গানের সংখ্যা কমে যাচ্ছে। সবাই ভিডিওর পিছনে ছুটছে। নিজেকে পরিচিত করতে চাচ্ছে যেভাবেই হোক। রাতারাতি জনপ্রিয়তা পেতে চাইলে প্রকৃত শিল্পী হওয়া যায় না। প্রকৃত শিল্পী হওয়া সাধনার কাজ। আর/১৭:১৪/১৩ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tPsv8k
July 14, 2017 at 12:01AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন