মুম্বাই, ৩০ আগষ্ট- স্বঘোষিত ধর্মগুরু গডম্যান গুরমিত রাম রহিম সিং নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড নায়িকা পুনম পাণ্ডে। ইন্টারনেট সেনসেশন পুনম পাণ্ডে ধর্ষণে অভিযুক্ত গডম্যান রাম রহিম সিংয়ের বিষয়ে মন্তব্য করার আগে জানান, রাম রহিম সিংকে বাবা বলে সম্বোধন করবেন না। এরপর তিনি বলেন, রাম রহিম সিং একজন ধর্ষক। সে কোনওভাবেই ঈশ্বরের দূত হতে পারে না। এই ধরনের মানুষ আসলে ঠকবাজ। একই সঙ্গে ভারতীয় বিচার ব্যবস্থার ওপর আস্থা বজায় রেখে পুনম বলেন, আইনের চোখে সবাই সমান। রাম রহিমের এই সাজা একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। প্রসঙ্গত, ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে স্বঘোষিত এই ধর্মগুরু দোষী সাব্যস্ত হয়েছেন। মামলার আইনজীবীরা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার দাবি জানিয়েছিলেন। ধর্ষণের শিকার নারীদের এক আইনজীবী বলেন, ৪০-৫০ জন নারী রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে এসেছেন। তারা আদালতের কাছে এ মামলার আরো তদন্ত প্রার্থনা করবেন। ধর্ষণের অভিযোগ ছাড়াও রাম রহিমের বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে; যার শুনানি আগামী মাসে অনুষ্ঠিত হবে। তবে বিতর্কিত এই ধর্ষক গুরু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। গত শুক্রবার রাম রহিম ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর তার ভক্তদের সহিংসতায় অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটে। সোমবার এই ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণ মামলার রায় ঘোষণা করতে বিচারক জগদ্বীপ সিংকে কারাগারে নেয়া হয় হেলিকপ্টারযোগে। সেখানেই বিশেষ আদালতে মামলার রায় ঘোষণা করেন তিনি। রায় ঘোষণার সময় জোর কণ্ঠে জগদ্বীপ সিং বলেন, দোষীর সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য। কারণ তিনি নিজেকে একজন স্বঘোষিত ধর্মগুরু হিসেবে তুলে ধরেছেন। তার এই অবস্থানের ওপর ভিত্তি করে প্রচুর সুবিধা নিয়েছেন। আর/১০:১৪/৩০ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xykt4O
August 31, 2017 at 05:07AM
30 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top