ঢাকা, ২২ আগস্ট- ঘোষণাটা আগেই দেওয়া হয়েছিল, সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ২২ আাগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে নায়করাজ রাজ্জাকের মরদেহ। এদিকে বৈরি আবহাওয়া। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেশির ভাগ রাস্তায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাস্তায় তীব্র যানজট। কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্রটা একদম আলাদা। সব কিছু উপক্ষো করে সকাল থেকেই এখানে লাইনে এসে দাঁড়িয়েছেন অসংখ্য মানুষ। তারা সবাই নায়করাজ রাজ্জাকের ভক্ত। এসেছেন প্রিয় নায়ককে বিদায় জানাতে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তাদের সবার হাতেই ফুল। দুপুর ১২টা ২২ মিনিটে নায়করাজ রাজ্জাকের মরদেহ নিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িটি কেন্দ্রীয় শহীদ মিনারে আসে। এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অস্থায়ী মঞ্চে এনে রাখা হয় রাজ্জাকের মরদেহ। চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সংগঠন ফুল ও পুষ্পস্তবক দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সড়ক পরিরহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকে। অস্থায়ী মঞ্চে রাজ্জাকের মরদেহের সঙ্গে ছিলেন তার দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট, চিত্রনায়ক শাকিব খান, সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ, গোলাম কুদ্দস প্রমুখ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর ১টা ১০ মিনিটে নায়করাজ রাজ্জাকের মরদেহ জানাজার জন্য গুলশানে আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v1NuIJ
August 22, 2017 at 09:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top