ঢাকা, ০৮ আগষ্ট- কুসুম শিকদার। মডেল, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী। সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে তার কণ্ঠে গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও নেশা। সঙ্গীতশিল্পী হৃদয়ের সঙ্গীতায়োজনে গানটির কথাও লিখেছেন তিনি। নতুন গান ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলেছেন। নেশার মিউজিক ভিডিও নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? ভালো। গানটির রেকর্ডিং থেকে শুরু করে মিউজিক ভিডিও সবই খুব যত্ন নিয়ে করা হয়েছে। যেহেতু ক্যারিয়ারের শুরু থেকেই কম কাজ করি, তাই যে কোনো কাজের আগে এর মান সম্পর্র্কে নিশ্চিত হতে চাই। এ কাজটি করার আগেও বারবার অনুশীলন করেছি। মানের বিষয়ে কোনো ছাড় দিতে চাইনি। নেশার মিউজিক ভিডিও নিয়ে অনেকে নানা মত প্রকাশ করছেন, এ নিয়ে আপনার বক্তব্য কী? এটা সময়োপযোগী মিউজিক ভিডিও। এমন কোনো বিষয় এতে তুলে ধরা হয়নি যা আপত্তিকর। গানের গল্পের সঙ্গে মিল রেখেই দৃশ্যায়ন করা হয়েছে। সব কাজেরই আলোচনা-সমালোচনা হয়। এই গানও অনেকের ভালো লেগেছে। আবার কারও কারও মনে হয়তো দাগ কাটেনি। এটা খুবই স্বাভাবিক ঘটনা। অ্যালবাম নিয়ে কিছু ভাবছেন? ভালো কিছু গান জমা হলে অ্যালবাম প্রকাশের চিন্তা করব। কারণ ২০০১ সালে আমার সর্বশেষ অ্যালবাম প্রকাশ পেয়েছে। তারপর অভিনয়ের ব্যস্ততায় অ্যালবাম নিয়ে আর ভাবিনি। গান ভালোবাসি বলেই চর্চা অব্যাহত ছিল। এখন অনলাইনে একক গান প্রকাশ পাচ্ছে। এই কারণে মিউজিক ভিডিও করলাম। নতুন কোনো ছবিতে কাজ করছেন? চলচ্চিত্রের ক্ষেত্রে আমার শর্ত একটাই, একই রকম কাজ দুবার করতে চাই না। কিন্তু আমাদের এখানে একই রকম চরিত্রের প্রস্তাব বারবার আসতে থাকে। গহীনে শব্দর পর যেমন একই রকম চরিত্রের প্রস্তাব পেয়েছি, তেমনি শঙ্খচিল ছবির পরও একই রকম কাজের প্রস্তাব পাচ্ছি। একবার কোনো চরিত্রে কাজ করার পর, নতুন চ্যালেঞ্জ না থাকলে সে ছবিতে একজন অভিনেত্রী হিসেবে দেওয়ার কিছু থাকে না। অনেকে ভাবেন, আমি সাহিত্যনির্ভর কাজ পছন্দ করি, বাণিজ্যিক ছবি করি না। নির্দিষ্ট স্টেরিওটাইপে আটকে থাকার কোনো ইচ্ছাও আমার নেই। ছোটপর্দার ব্যস্ততা কেমন? ঈদের বেশ কিছু নাটক ও টেলিছবির চিত্রনাট্য হাতে পেয়েছি। এর মধ্যে সকাল আহমেদের নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের কাজ করব। এছাড়াও এজাজ মুন্নার বৌ বিবি গোলাম নামের একটি ধারাবাহিকে কাজ করেছি। নিয়মিত লেখালেখি করার সময় পান? লেখার ক্ষেত্রে নিয়ম মেনে কিছু করা যায় না। যখন ইচ্ছা হয় লিখি, আবার কখনও নতুন থিম পেলে লেখা শুরু করি। গত ঈদে একটি পত্রিকায় শরতের জবা নামে আমার একটি ছোটগল্প প্রকাশিত হয়েছে। এই গল্পের পাশাপাাশি আরও কিছু গল্প নিয়ে আাগামী বইমেলায় একটি সংকলন প্রকাশের কথা ভাবছি। আর/১৭:১৪/০৮ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wDKZZm
August 08, 2017 at 11:31PM
08 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top