সুরমা টাইমস ডেস্ক:; সামাজিক গণমাধ্যমে একটি ভিডিও বার্তায় রুবি সুলতানা নামক একজন নারী প্রয়াত নায়ক সালমান শাহ’র মৃত্যু বিষয়ক এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেখানে সালমান শাহ’র মা নীলা চৌধুরীকে ‘ভাবী’ সম্বোধন করে বলেছেন- সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। তিনি হত্যার দায় চাপান নিজের ভাই রুমীর উপর। নিজের স্বামীকেও দোষী স্বীকার করে তিনি জানিয়েছেন- তার স্বামী তার ভাই রুমীকে প্ররোচনা দিয়ে সালমান শাহকে হত্যা করেছেন। পরবর্তীতে তার ভাই রুমীকেও হত্যা করা হয়। এখন তার নিজের জীবনও হুমকীর সম্মুখীন।
প্রশ্ন হচ্ছে কে এই রুবী সুলতানা। তথ্যাদি ঘেঁটে যেটুকু জানা গিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের পেনিসেলভিয়ায় বসবাসকারী একজন বাংলাদেশি নারী। ‘সালমান শাহ’ নামক একটি ফেসবুক পেজের ২৪ এপ্রিল ২০১৫ সালে দেওয়া একটি পোস্ট থেকে জানা গিয়েছে- রুবি’র সম্পূর্ণ নাম রাবেয়া সুলতানা ওরফে রুবি। তার বাবার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ হচ্ছেন একজন রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। তার প্রথম স্বামী ছিলেন ক্যাপ্টেন জামিল। জিয়াউর রহমান মারা যাওয়ার পরবর্তীতে যে ১৩ জন সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, তার মধ্যে ছিলেন রাবেয়া সুলতানা রুবি’র স্বামী জামিলও। রুবি ‘ফেরার’ নামক একটি বিউটি পার্লারের স্বত্তাধিকারী। সেই স্ট্যাটাস থেকেই জানা গিয়েছে যে- রুবি তৎকালীন সালমান শাহ’র পরিবারের নিতান্ত ব্যক্তিগত বিষয়ে অযাচিত নাক গলাতেন।
ওদিকে ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট’ নামক একটি ফেসবুক পেজ রুবি সুলতানাকে বঙ্গবন্ধুর খুনি জামিলের কথিত স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছে। ঐ পেজে দেওয়া ২০১৫ সালের জুন মাসের ২ তারিখের স্ট্যাটাস থেকে জানা যায়- রুবি সুলতানা জনপ্রিয় চিত্র নায়ক সালমান শাহ’র বাসায় কাজের বুয়া হিসেবে ঢুকে তাকে নৃশ্রংস ভাবে খুন করে পালিয়ে যায়। উক্ত স্ট্যাটাস থেকে আরও জানা যায় যে- রুবি সুলতানার প্রথম স্বামীকে রাষ্ট্রদ্রোহমূলক মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। তখন রুবি সুলতানার বড় সন্তানের বয়স খুবই কম ছিল, তাই তিনি আশ্রয় প্রত্যাশী হয়ে হন্যে হয়ে ঘুরছিলেন। কেউ তখন তাকে আশ্রয় দিচ্ছিল না। অতঃপর সালমান শাহের মা নীলা চৌধুরী তাকে আশ্রয় দিয়েছিলেন। টাকা দিয়েছিলেন রুবি সুলতানার সন্তানকে দুধ কিনে খাওয়ানোর জন্য। কিন্তু পরবর্তীতে এই রুবি সুলতানা সালমান শাহ হত্যাকাণ্ডে সহায়তা করেছিলেন।
উক্ত ভিডিও ছড়িয়ে যাওয়ার পর সালমান শাহ’র মা নিলা চৌধুরী তার ফেসবুকে লিখেছেন:
‘রুবি তুমি এত কথা বলতে পারতেছ তা হলে এফবিআই বা পুলিশ (আমেরিকান) কে ৯৯৯ করে কেন জানাতে পারছ না, যে তোমাকে সেফ করতে? তোমার ফোন নম্বর দাও। নীলা ভাবি’।
নীলা চৌধুরী আরও লিখেছেন: ‘সামিরারা পালিয়ে যাবার চেষ্টা করবে। কোনো ভাবে যেন ঢাকা এয়ারপোর্ট ছাড়তে না পারে’।
ওদিকে রুবি সুলতানা এ বিষয়ে রয়েছেন একদম চুপ। তিনি উক্ত ভিডিও আপ করার পর যে স্ট্যাটাসটি দিয়েছেন, তাতে তিনি লিখেছেন: ‘১২:৪৫ মিডনাইট। আফটার লং টাইম আই বিলিভ আল্লাহ সুবহানুওয়াতায়ালা উইল আলাউ মে টু স্লিপ টু নাইট। গুড নাইট ইন দ্য নেম অফ আল্লাহ সুবহানুতায়ালা’।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2vJHmEc
August 08, 2017 at 09:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন