ঢাকা, ২১ আগষ্ট- এবারের ঈদে আসবে হোটেল অ্যালবেট্রস নামক একটি নাটক। যার পরিচালনা করেছেন বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের সুযোগ্য পুত্র নুহাশ হুমায়ূন। নুহাশ পরিচালিত উক্ত নাটকে অভিনয় করেছেন স্বয়ং সংস্কৃতি মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। ৭১ টেলিভিশন চ্যানেলের একটি ভিডিও রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। উক্ত ভিডিও রিপোর্টটি নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন মেহের আফরোজ শাওন। ক্যাপশনে লিখেছেন- the legacy continues... যার বাংলা মানে দাঁড়ায়- এবং উত্তরাধিকার অব্যাহত ... উক্ত রিপোর্টে আসাদুজ্জামান নূর- নুহাশ হুমায়ূন প্রসঙ্গে বলেছেন- ওতো কেবল যাত্রা শুরু করল। তবে ওর মধ্যে মেধা আছে, ওর মধ্যে শক্তি আছে। ও এই প্রজন্মের নির্মাতা। ফলে এখনকার যে সমসাময়িক চিন্তাগুলো ওর মাথায় কাজ করে। রিপোর্টে কথা বলতে দেখা গিয়েছে নুহাশ হুমায়ূনকেও। তিনি বলেছেন- আমি অনেক অল্প বয়স থেকেই বন্ধুদের সঙ্গে শর্টফিল্ম বানাতাম। এখন ফ্রেন্ডদের বদলে নূর চাচার সঙ্গে কাজ করা এটা অ্যামেজিং একটা অভিজ্ঞতা। এটা আমার কাছে সবচেয়ে এক্সাইটিং যে আমার গল্প আমি বলব। আর সেটি টিভিতে যাচ্ছে নাকি ইউটিউবে যাচ্ছে, ওটা নিয়ে চিন্তা করছি না। ৭১ চ্যানেলের উক্ত ভিডিও রিপোর্টটি দেখুন এখানে: আর/১৭:১৪/২১ আগষ্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vStyHb
August 22, 2017 at 03:26AM
21 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top