ঢাকা, ০৮ আগস্ট- তাহসানের সঙ্গে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন পাওয়া যায়নি মিথিলাকে। সম্প্রতি ফিরেছেন নাটকে, পাশাপাশি রয়েছে পেশাগত ব্যস্ততা। তার এক ঝলক দেখা গেল ফেসবুকে। ঈদুল আজহা নাটকে এ অভিনেত্রীকে আবারো দেখা যাবে। জনপ্রিয় নাটক ব্যাচ ২৭-এর সিক্যুয়ালে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন তিনি। সে খবরাখবরও জানালেন মিথিলা। এছাড়া সম্প্রতি রাজধানীর ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে মিথিলা অংশ নিয়েছেন আইপিডিসি ক্যারিয়ার ক্যাম্প ২০১৭-এ। সেখানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন তিনি। ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের হেড হিসেবে নিয়োজিত আছেন মিথিলা। তিনি বলেন, দায়িত্বপূর্ণ জীবনে সবকিছুতেই ব্যালেন্সে রাখা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তবুও আমি হার মানিনি আমার কোন উদ্যোগেই। পড়াশোনায় মন দিয়েছি, মন দিয়েছি কাজেও। জীবন যেমন চাই, তেমন হয়তো পাই না। তবে হার না মেনে আঁকড়ে ধরে রাখতে হবে নিজের লক্ষ্য। ফেসবুকে ওই ক্যাম্পের দুটি ছবি সোমবার শেয়ার করলেন মিথিলা। জানালেন, জীবনকে ইতিবাচকভাবে নেওয়ার কথা। তার মতে, সামনে যতই বাধা আসুক বা যতই কঠিন হোক সামলে নেওয়া কোনো ব্যাপার না। মানিয়ে নিতে হবে এবং নেতিবাচকতা ও হতাশাকে দূরে সরিয়ে দিতে হবে। জীবন হলো আশির্বাদ। তাই নেতিবাচকতা ও অন্যায়ের প্রতিক্রিয়ায় হাল ছেড়ে দেওয়া ঠিক নয়। এমএ/ ০৪:৩৫/ ০৮ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fp5Igh
August 08, 2017 at 10:36PM
08 Aug 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top