কুয়ালালামপুর, ২৫ সেপ্টেম্বর- অন্যায়ভাবে বাংলাদেশি নাগরিককে ঘুষি মারার অপরাধে মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেতা শারনাজ আহমেদকে এক হাজার দুইশ রিঙ্গিত জরিমানা করা হয়েছে। কুয়ালালামপুরের গলফ ক্লাবে গত ২২ জুলাই বিকেলে গোউস আলি নামে ওই বাংলাদেশিকে আঘাত করেন তিনি। ৩২ বছর বয়সী এই অভিনেতার পুরো নাম শারনাজ আহমেদ বাজির আহমেদ। গোউস আলিকে তার কর্মস্থল কুয়ালালামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে মুখমণ্ডলে আঘাত করেন শারনাজ। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩২৩ নম্বর ধারায় শারনাজকে অভিযুক্ত করা হয়। এতে শারনাজ এক বছরের কারাদণ্ড অথবা দুই হাজার রিঙ্গিত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে শারনাজের আইনজীবী জুলকিফিল আওয়াং আদালতের কাছে অনুরোধ করেন, তার মক্কেল নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত; সেকারণে তার সাজা যেন লঘু করা হয়। তবে ডিপিপি নূর ফারাহ আদিলা নুরুদ্দিন আদালতের কাছে এমন রায় দেয়ার আবেদন করেন, যা অন্যদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। পরে বিচারক মহিউদ্দিন মুহম্মদ সোম ওই অভিনেতাকে এক হাজার দুইশ রিঙ্গিত জরিমানা করেন। জাভানা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান শারনাজ। জনপ্রিয় অভিনেত্রী নিলুফার বোন নূর নাবিলাকে বিয়ে করেছেন তিনি। এআর/১৯:০৫/২৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wR41vd
September 26, 2017 at 01:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top