পূজামন্ডপগুলোতে মাত্রাতিরক্ত শব্দ দূষণ রোধ ও মাদকদ্রব্য সেবন প্রতিরোধে প্রচারণা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপগুলোতে সুষ্ঠুভাবে ধর্মচর্চা ও মাদকদ্রব্য সেবন বর্জনের আহ্বান জানিয়ে প্রচারণা করেছে একটি বেসরকারি সংস্থা। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের ওয়ালটন মোড়ে অবস্থিত সার্বজনীন পূজামন্ডপে গিয়ে দেখা যায়, এসব থেকে বিরত থাকার জন্য সংগঠনের সদস্যরা সকলের মাঝে প্রচারণা চালাচ্ছেন। এসময় উপস্থিত ছিঠেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক পলাশ চন্দ্র প্রামাণিক, যুগ্ন আহ্বায়ক সৌমেন সাহা, সদস্য সচিব পল্লব ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সহসভাপতি বিজয় ঘোষ, সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, যুগ্ন সম্পাদক নিবাস কর্মকার প্রমূখ।
পলাশ চন্দ্র প্রামাণিক জানান, জেলাতে ১২৭টি পূজামন্ডপ রয়েছে। এরমধ্যে সদর উপজেলায় রয়েছে ৫৫টি। সংগঠনের পক্ষ থেকে সদর উপজেলার পূজামন্ডপগুলো পরিদর্শন ও সুষ্ঠভাবে পূজা পরিচালনার আহ্বান জানানো হচ্ছে। পূজা তিথিগুলোতে সকল ধরণের মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকা, মাত্রাতিরক্ত শব্দদূষণ থেকে বিরত থাকা, ধর্মীয় নৃত্য ও ঐতিহ্যবাহী ঢাকের ব্যবহার, ধর্মীয় চর্চায় উৎসাহিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে এই প্রচারণার আয়োজন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2yK7qOj

September 28, 2017 at 01:17PM
28 Sep 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top