চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আধারে আলো বয়স্ক শিা কেন্দ্রের পরিচালক শিার্থী আবদুর রবের ব্যক্তিগত উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলে সংখ্যা লঘিষ্ঠদের মাঝে পোশাক বিতরণ করেছেন। এছাড়া তিনি গত দেড় মাস যাবত সংখ্যা লঘিষ্ঠদের মধ্যে শিার আলো দিয়ে আসছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের চাতরা ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কে মোবারক ও চককীর্তি ইউনিয়নের ভকত (ডোম) ও রবিদাস (চামার) সম্প্রদায়ের সাতজন শিার্থীর মাঝে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় শারদীয় দূর্গা উৎসব উপলে পোশাক বিতরণ করেন আঁধারে আলো বয়স্ক শিা কেন্দ্রের পরিচালক শিার্থী আবদুর রব ও তার সহযোগি মামুন অর রশিদ, হারুন অর রশিদ প্রমুখ। উল্লেখ্য, শিার্থী আবদুর রব শুধু শিবগঞ্জ উপজেলায় নয়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম সংখ্যা লঘিষ্ঠ ভকত (ডোম) রবিদাস (চামার) সম্প্রদায়ের বিভিন্ন বয়সের ২২ জন নিররকে দেড়মাস যাবত অর জ্ঞান দান করে আসছেন। তার একমাত্র ল্য তাদের মাঝে শিার আলো ছড়িয়ে দেয়া। ৫০ বছর বয়স্ক শ্রী হরেণ চন্দ্র রবিদাস বলেন, আবদুর রবের নিকট থেকে শিা অর্জন করে এখন নিজে নিজেই লিখতে ও পড়তে পারি। তিনি বিনামূল্যে বই, খাতা ও কলমও দিয়েছেন। শ্রী স্বরসতী রানী (৪৫) বলেন, আমরা এখানে অনেক দিন বসবাস করছি। সাধারণ জীবনযাপন করলেও শিা থেকে বঞ্চিত ছিলাম একমাত্র আবদুর রব প্রথম আমাদের মাঝে শিার আলো দিয়েছেন। আমার স্বামী ও ছেলেরা এখন নিজেই নিজেই লিখতে, পড়তে ও হিসাব-নিকাশ করতে পারে। মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোহিদুর রহমান মিঞা বলেন, আবদুর রব আমার ইউনিয়নের গর্ব। আমি তার এ উদ্যোগ স্বাগত জানিয়ে আমার ইউনিয়নের প থেকে মাসিক দুই হাজার টাকা করে দিয়ে আসছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুল ইসলাম বলেন, শিা সবার অধিকার, যা শিবগঞ্জ উপজেলায় একমাত্র আবদুর রবই উপলদ্ধি করতে পেরে সমাজের শিা বঞ্চিত সংখ্যালঘিষ্ঠ (রবিদাস ও ভকত) সম্প্রদায়ের মাঝে অর জ্ঞানদান করছেন তা নজিরবিহীন। এছাড়া তার প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৮-০৯-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৮-০৯-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2xJ067h
September 28, 2017 at 01:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন