ঢাকা, ২৩ সেপ্টেম্বর- নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল কতোটা জায়গা করতে পেরেছেন তা সবারই জানা, কিন্তু একজন মানবদরদী হিসেবে যে তিনি অন্য যে কারো চেয়ে এগিয়ে তার দৃষ্টান্ত দেখেছেন সবাই। আর এই অভিনেতা এবার পাশে দাঁড়ালেন অর্থকষ্টে ভোগা প্রখ্যাত নির্মাতা এফ আই মানিকের। কোটি টাকার কাবিন, দাদীমা, পিতার আসন, চাচ্চু, মাই নেম ইজ খানের মতো আলোচিত ছবির নির্মাতা এফ আই মানিক। এক সময় ঢাকাই চলচ্চিত্রে একের পর এক হিট ছবি উপহার দিলেও বর্তমানে হাতে কোনো কাজ নেই এফআই মানিকের। বহুদিন ধরে তিনি অর্থকষ্টে ভুগছিলেন। যেসব প্রযোজকদের তিনি হিট ছবি উপহার দিয়েছিলেন আজকে তারাও পাশে নেই। এমন অবস্থায় এই নির্মাতা ছুটে গেলেন অনন্ত জলিলের কাছে। আর অনন্ত জলিলের কাছে কেউ সাহায্যর জন্য গিয়ে ফিরে আসবে তা কি হয়! তিনিতো বাস্তবেরও হিরো। আর এমন প্রখ্যাত নির্মাতার এমন অবস্থা দেখে কিছুটা মর্মাহত অনন্ত নিজেও। জানালেন, এফআই মানিকের এমন অবস্থা সেটা তিনি কখনোই জানতেও না। আর তাই যতদূর সম্ভব তিনি এই নির্মাতাকে অর্থ দিয়ে সহায়তা করেছেন, এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিত্তবানদেরকেও সাহায্য করার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি নির্মাতা এফআই মানিক কোনো উপায়ান্তর না দেখে অনন্ত জলিলের অফিসে চলে গিয়েছিলেন। আর সেটা জানালেন অনন্ত নিজেই। এ বিষয়ে তিনি বলেন,বন্ধুগণ আজ দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো। অতি কষ্টের সাথে বলতে হচ্ছে, আমাদের চলচ্চিত্র পরিবারের গুণী পরিচালক এফ আই মানিক ভাই, যিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব ও বহু জনপ্রিয় চলচ্চিত্রের স্বনামধন্য পরিচালক। আমাদের চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের দর্শক সহ সকলের জন্য যিনি এতো কিছু করেছেন তাকেই আজ অর্থ কষ্টে ভুগতে হচ্ছে । এই স্বনামধন্য পরিচালক অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা সঠিকভাবে চালাতে পারছেন না। যদিও তা আমি জানতাম না, কিন্তু গতকাল হঠাৎ তিনি আমার অফিসে এসে উপস্থিত হন। সে সময় আমি অফিসে উপস্থিত না থাকায় তাকে বেশ সময় অপেক্ষা করতে হয়, যা আমার জন্য ব্যর্থতা। কারন আমার জন্য এত বড় মাপের পরিচালককে অপেক্ষা করতে হয়েছে। যখন উনার মুখোমুখি হই, তখন তার চেহারা বেশ মলিন ছিলো। তিনি আমাকে তার কষ্টের কথার সাথে, অর্থের অভাবে স্ত্রীর চিকিৎসা করাতে পারছেন না সে কথা বলেন। তার কথা শুনে আমি বেশ আশাহত হই, তার মত গুনী পরিচালককে অর্থের অভাবের কারনে আজ দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। এরপর অনন্ত বলেন তিনি নিজে এই নির্মাতার কোনো ছবিতে অভিনয় না করলেও সহায়তা চাইতে এসে ফিরে যাবেন তাতো হয় না। তাই এফআই মানিককে নিজের সাধ্যমত সহায়তা করেছেন জানিয়ে অনন্ত বলেন, তার হাত ধরেই অনেক তারকা প্রতিষ্ঠিত হয়েছে, যদিও এই গুনী পরিচালকের সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়নি। তবুও এ বিখ্যাত পরিচালক আমার কাছে এসে হতাশ হয়ে ফিরে যাবেন, তা হবে অনন্ত জলিলের অন্যতম ব্যর্থতা। তাই আমার যতটুকু সামর্থ ততটুকু দিয়ে তাকে সহযোগিতা করার চেষ্ঠা করেছি। এবং আশাও করি যে প্রতিষ্ঠিত তারকা এবং চলচ্চিত্র পরিবারের সদস্যসহ অন্যরাও এফ আই মানিক ভাইয়ের সাহায্যে এগিয়ে আসবেন । এটা সাহায্য বললেও ভুল হবে, এটা আমাদের কর্তব্য। সাথে আশাকরি তার মত কোন গুণীজনকে যেনো দ্বারে দ্বারে যেতে না হয়, আমরাই যেনো তাদের প্রয়োজনে তাদের কাছে পৌঁছে যাই। এ আর/১৬:৫০/২৩ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xmEbna
September 23, 2017 at 10:48PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.