আইএসের কবল থেকে মুক্ত কেরালার যাজক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বরঃ কেরলার ধর্মযাজক ফাদার টম উজুন্নালিল অবশেষে উদ্ধার হলেন। ইয়েমেনে ২০১৬ সালে তিনি ইসলামিক স্টেটের জঙ্গিদের দ্বারা অপহৃত হন। উদ্ধারের পর তিনি মাসকটে রয়েছেন। মঙ্গলবার রাতেই কেরালা ফেরার কথা তাঁর। ওমান বিদেশমন্ত্রক এবং ইয়েমেনি অফিশিয়ালসের প্রচেষ্ঠায় তিনি উদ্ধার হন।

ওমান অবসার্ভারে প্রকাশিত খবরে উজুন্নালিলের মুক্তির খবর প্রকাশ পেয়েছে। তিনি সর্বশক্তিমান ভগবান এবং অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য সুলতান কুবুসকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে ভগবানের কাছে তাঁর মুক্তির জন্য প্রার্থনা করার জন্য ভাই, বোন, আত্মীয় এবং বন্ধুদেরও ধন্যবান জ্ঞাপন করেছেন তিনি।

সুষমা স্বরাজ টুইটারের মাধ্যমে ফাদার টম উজুন্নালিলের মুক্তির খবরটি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের মার্চে ইয়েমেনের দক্ষিণপ্রান্তের বন্দর শহর এডেনে মাদার টেরিসার মিশনারিজ অফ চ্যারিটি পরিচালিত এক বৃদ্ধাশ্রম থেকে আইএস তাঁকে অপহরণ করে। আইএসের আক্রমণে ওই বৃদ্ধাশ্রমে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছিল।

ফাদারের মুক্তির জন্য দীর্ঘ সময় যাবৎ বহু চেষ্টা করা হলেও ইয়েমেনে কোনো ভারতীয় দূতাবাস না থাকার ফলে সেদেশের সঙ্গে যোগাযোগ স্থাপনে বেশ অসুবিধা হয়েছিল। তবে তাঁর মুক্তিতে উচ্ছ্বসিত সকলেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jlpbQw

September 12, 2017 at 09:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top